বাঁকুড়ায় শুরু হল ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি

duare police bankura

সহেলি মিত্র, কলকাতঃ দুয়ারে সরকার অতীত, এবার ‘দুয়ারে’ পুলিশ (Duare Police) পরিষেবা মিলবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। তাহলে কি থানা উঠে যাচ্ছে? উত্তর হল না। আসলে দুর্গাপুজোর আগে বহু গ্রামের মানুষের মনের ইচ্ছা পূরণ করতে চলেছে পুলিশ। এবার দুয়ারে সরকার ক্যাম্পের আদলে জায়গায় বসবে পুলিশ ক্যাম্প। অর্থাৎ এবার থেকে যখনই আপনি অসুবিধায় পড়বেন তখন এই ক্যাম্পগুলিতে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন, সঙ্গে পুলিশের সাহায্য নিতে পারবেন।

এবার ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি শুরু

সামনেই রয়েছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর আবহে পুলিশ প্রশাসনের তরফে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে ব্যাপকভাবে লাভবান হবেন সাধারণ মানুষ। ২৫ টি গ্রামের মানুষের সুবিধার জন্য এবার দুয়ারে পুলিশ পরিষেবা শুরু হয়েছে। মূলত স্থানীয়দের চাহিদা মতো এলাকায় তৈরি করা হয়েছে এই পুলিশ ক্যাম্প। আর ফিতে কেটে পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার।

পুলিশের ধারণা, এরকম উদ্যোগের জেরে অসাধু ব্যক্তিদের রাতের ঘুম উড়ছে। বাঁকুড়া জেলার সোনামুখী থানার পাঁচাল গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ২৫টি গ্রাম। সোনামুখীর জঙ্গল খুবই বিখ্যাত। এটি যেমন গভীর তেমনই হাতি রয়েছে। ফলে হাতির ভয় তো রয়েইছেই। আর এই এলাকা থেকে সোনামুখী থানা বহু দূর। ফলে চুরি, ডাকাতি হামেশাই এই এলাকায় লেগে রয়েছে। এহেন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এলাকায় পুলিশ ক্যাম্প বা থানার দাবি করে আসছিলেন সাধারণ মানুষ। অবশেষে সকলের সেই দাবিকে মান্যতা দিয়েছে পুলিশ প্রশাসন।

বড় উদ্যোগ বাঁকুড়া পুলিশের

জানা গিয়েছে, বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি পাঁচাল এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেছেন। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ওপর তলায় পঞ্চায়েতের দেওয়া রুমেই এই পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। এতে করে মনে করা হচ্ছে একদিকে যেমন এলাকার মানুষ সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে গ্রাম পঞ্চায়েতও। এই বিষয়ে পুলিশ সুপার জানান, ‘চারিদিকে পাড়ায় সমাধান হচ্ছে, দুয়ারে সরকার হচ্ছে তবে এবার দুয়ারে পুলিশ হল পাঁচাল গ্রামে। ২৪ ঘন্টা এই ক্যাম্পে পুলিশ থাকবে এলাকার মানুষের সুরক্ষা দেওয়ার জন্য। পুলিশের একটি মোবাইল ভ্যান সব সময় এলাকায় টহল দেবে। ছোটখাটো কোনও অভিযোগ হলে এই ক্যাম্পে তারা লিখিত আকারে জানাতে পারে। শুধুমাত্র কোনও কেস ডায়েরি করার জন্য তাকে সোনামুখী থানায় যেতে হবে তাতেও সাধারণ মানুষকে সহযোগিতা করবে এই ক্যাম্প। এই ক্যাম্পে সবসময়ের জন্য একজন সাব-ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ, পাঁচজন কনস্টেবল, একজন ভিলেজ পুলিশ ও বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার এই ক্যাম্পে থাকবে।’

Leave a Comment