প্রীতি পোদ্দার, কলকাতা: মাত্র ১ টাকায় খাবার পরিবেশন কর্মসূচিতে ব্যাঘাত! বাঁকুড়া (Bankura) জেলার ছাতনায় সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষের দেওয়া নোটিশ ঘিরে শাসকদলের প্রতি ক্ষোভ উগরে দিল বিজেপি। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ই নাকি এই পদক্ষেপ বলে অভিযোগ তুলল বঙ্গ বিজেপির একাংশ, যার ফলে তুমুল শোরগোল শুরু হয়েছে বাঁকুড়া জেলায়।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগেই বাঁকুড়া জেলার ছাতনায় সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ১ টাকার ক্যান্টিন চালু করেছিল সেখানকার স্থানীয় বিজেপি নেতা রাজীব মুখার্জী। উদ্দেশ্য ছিল এই হাসপাতালে রোগীদের ভর্তি করতে যে সকল আত্মীয়রা আসেন, তাঁদের জন্য মাত্র ১ টাকায় খাবার পরিবেশন করা। দেখা গিয়েছে, এই খাবারের ক্যান্টিন খোলার পরেই বেশ ভিড় দেখা গিয়েছিল রোগীদের আত্মীয়দের। খাবারের স্বাদ এবং গুণগত মানও বেশ ছিল। কিন্তু এবার সেই ক্যান্টিন বন্ধের মুখে পড়ল। হাসপাতাল সুপারের ক্যান্টিন বন্ধের নোটিশ মিলতেই শাসকদল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত তৈরি হল।
শাসক দলের প্রতি ক্ষোভ উগড়ে দিল বিজেপি
দিনের পর দিন বাঁকুড়া জেলার ছাতনায় সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যান্টিন চত্বরে গ্রাহকদের ভিড় বাড়তে থাকায় সমস্যায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ, আর তাতেই বাধ্য হয়ে ক্যান্টিনের স্থান পরিবর্তনের নোটিশ দেওয়া হয়। কিন্তু এই নোটিশ নিয়ে বিজেপির অন্দরে শুরু হয় শোরগোল। এই প্রসঙ্গে বিজেপি সদস্য সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন যে, “ তৃণমূলের আমলে গরীব মানুষ খাবার খেতেও পাবে না, হাসপাতাল সুপারের ভাত দেওয়ার ক্ষমতা নেই কিন্তু ভাতে ছাই দেওয়ার জন্য যথেষ্ট সময় আছে, আর এই সরকারী কর্মচারীরাই তৃনমূল দলটাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে।” যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: বেথুয়াডহরি টোল প্লাজায় তুলতেন তোলা! প্রমাণ হতেই সাসপেন্ড নাকাশিপাড়ার সাব ইন্সপেক্টর
প্রসঙ্গত, কয়েক বছর আগে কলকাতা-সহ রাজ্যের ২৭টি জেলায় ‘মা’ প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছি প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল মাত্র ৫ টাকার বিনিময়ে দুঃস্থ মানুষদের পেট ভরানো। ধাপে ধাপে রাজ্যের সর্বত্র এই প্রকল্প চালু হয়েছিল। যার দায়িত্ব ছিল বিভিন্ন পুরসভার। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দেখাদেখি বিজেপির এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন।