সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার। বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার, কলকাতায় অগ্নিকাণ্ড, ভারতীয় রেলের নতুন নিয়ম, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শহীদ দুই ভারতীয়
রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরও দুই ভারতীয় যুবকের মৃত্যু হল। রাজস্থানের অজয় গোদারা এবং উত্তরাখণ্ডের রাকেশ কুমারের দেহ বুধবার দিল্লির বিমানবন্দরে পৌঁছেছে। তারা স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় গিয়ে প্রতারক এজেন্টদের ফাঁদে পড়ে সেনাবাহিনীতে নিয়োগের শিকার হয়েছিলেন বলেই অভিযোগ। সরকারি সূত্রে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত চারজন ভারতীয় নিহত হয়েছে আর ৫৯ জন বর্তমানে নিখোঁজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) দেশে চালু হবে স্যাটেলাইট ভিত্তিক টোল আদায়ের ব্যবস্থা
২০২৬ সালের শেষ নাগাদ দেশে চালু হবে স্যাটেলাইট ভিত্তিক টোল আদায়ের ব্যবস্থা। হ্যাঁ, এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এই ব্যবস্থায় গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবেই টোল কেটে নেওয়া যাবে। স্যাটেলাইট, এআই নম্বর প্লেট সনাক্তকরণ এবং FASTag মিলিয়ে এই প্রযুক্তি স্থাপন করা হবে। আর এতে সময় এবং জ্বালানি সাশ্রয় হবেই। পাশাপাশি যানজট এবং দূষণ অনেকটাই কমবে। সরকারের এতে ৬০০০ কোটি টাকা রাজস্ব বাড়বে বলেই অনুমান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) সঞ্জীব গোয়েঙ্কা বাংলায় বিনিয়োগ করছেন ১৫,৮০০ কোটি টাকা
পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের জন্য RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা এবার ১৫,৮০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন। ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি জানিয়েছেন, এই বিনিয়োগ মূলত পরিবেশবান্ধব বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোতেই করা হবে। এর মধ্যে ১২,০০০ কোটি টাকা ব্যয়ে ৫০০০ MWh ক্ষমতার ব্যাটারি স্টোরেজ প্রকল্প গড়ে তোলা হবে। পাশাপাশি নতুন স্কুল ক্যাম্পাস এবং আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বোরখা না পরাতে উত্তরপ্রদেশে স্ত্রী এবং দুই মেয়েকে খুন স্বামীর
উত্তরপ্রদেশের শামলি জেলায় বোরখা না পরাকে কেন্দ্র করে স্ত্রী এবং দুই নাবালিকা কন্যাকে খুনের অভিযোগ উঠেছে ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্ত্রী তাহেরা এবং মেয়েরা শারিন এবং আফরিন এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। সন্দেহজনক আচরণের কারণে ফারুক খুনের কথা স্বীকার করে বাড়ির ভেতরে পুঁতে রাখার কথা জানিয়েছে। পরে গর্ত খুঁড়ে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। এমনকি তার কাছ থেকে অস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) রিজার্ভেশন চার্ট তৈরির ক্ষেত্রে বিরাট বদল আনল ভারতীয় রেল
সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এবার রেল রিজার্ভেশন চার্ট তৈরির নিয়মে বিরাট পরিবর্তন আনল। এখন থেকে আর ট্রেন ছাড়ার ঠিক আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ভোর পাঁচটা থেকে দুপুর দু’টো ট্রেনের চার্ট আগের দিন রাত আটটায় তৈরি হয়ে যাবে। আর দুপুর দুটো এক থেকে রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ট্রেনের চার্ট যাত্রার অন্তত ১০ ঘণ্টা আগে প্রস্তুত করা হবে। এতে যাত্রীরা আগেভাগে টিকিট কনফার্ম বা আরএসি কিংবা ওয়েটিং স্ট্যাটাস জানতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী
বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দুটি বাংলাদেশের ট্রলার আটক করেছে। আর অবৈধভাবে মাছ ধরার সময় সাবিনা-১ এবং রূপসী সুলতানা নামের ট্রলার থেকে মোট ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের ফেজারগঞ্জ বন্দরে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং বৃহস্পতিবার তাদেরকে কাকদ্বীপ আদালতে পেশ করা হয়েছে। এদিকে পৃথক ঘটনায় বাংলাদেশের নৌবাহিনী জাহাজের ধাক্কায় কাকদ্বীপের একটি ট্রলার ডুবে গিয়েছে। আর সেখান থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) কাঁকুড়গাছির লোহা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিউটাউনে অগ্নিকাণ্ডের পর একই দিনে কাঁকুড়গাছির লোহা পট্টিতে অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছে। রাত আড়াইটা থেকে একের পর এক সিলিন্ডার ফেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই কিলোমিটার দূর থেকে শব্দ শোনা যায়। এমনকি শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এছাড়া একটি জ্বলন্ত সিলিন্ডার পাশের কারখানায় পড়ে আগুন ছড়িয়ে যায়। দমকলের ১৫টি ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দীর্ঘ চেষ্টা করে ভোরবেলায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) সংখ্যালঘু অধিকার দিবসে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
সংখ্যালঘু অধিকার দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘু উন্নয়নে সরকারের কাজের খতিয়ান তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ২০১১ সাল থেকে ‘ঐক্যশ্রী’ স্কলারশিপে প্রায় ১০,২০০৮ কোটি টাকায় ৪.৮৫ কোটি উপভোক্তা উপকার হয়েছে। সংখ্যালঘু দপ্তরের বাজেট ৪৭২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫৬০২ কোটি টাকা হয়েছে। এমনকি শিক্ষা ঋণ, হোস্টেল, গৃহ নির্মাণ, মাদ্র্রাসা এবং কর্মসংস্থানমূলক একাধিক প্রকল্প চালু করা হয়েছে। আর ভবিষ্যতে আরও করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) লাগেজ বহনে বিরাট নিয়ম চালু করল ভারতীয় রেল
২০২৬ সাল থেকে ভারতীয় রেল লাগেজ বহনের ক্ষেত্রে কড়া নিয়ম চালু করছে। নির্ধারিত সীমার বেশি লাগেজ নিলেই যাত্রীদের অতিরিক্ত চার্জ বা জরিমানা দিতে হবে। থার্ড এসিতে বিনামূল্যে ৪০ কেজি, এসি ২-টায়ারে ৫০ কেজি এবং এসি ফার্স্ট ক্লাসে ৭০ কেজি লাগেজ নেওয়া যাবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট সীমার বেশি লাগেজ নিলে ফি দিয়ে দিতে হবে। আর অতিরিক্ত বড় বা বাণিজ্যিক লাগেজ কোনওভাবেই কোচে নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বাড়ানো হল চাকরির মেয়াদ, বড় রায় হাইকোর্টের
সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি প্যানেলের যোগ্য শিক্ষকদের জন্য এবার বিরাট স্বস্তি দিল। ৩১ ডিসেম্বর নয়, বরং তাদের চাকরির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ নিয়োগের প্রক্রিয়ায় সময়সীমাও ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্যের আবেদন নিয়ে আদালত জানিয়ে দিয়েছে, পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে। তাই নতুন নিয়োগ সম্পন্ন হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন