বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের লজ্জা বাড়াল ভারতীয় ফুটবল দল। 22 বছর পর বাংলাদেশের কাছে হেরে এবার ফিফার ক্রমতালিকায় নামতে নামতে 142 এ এসে পৌঁছল ভারত (India FIFA Ranking Drop)। মূলত ওপার বাংলায়, হতশ্রী পারফরমেন্সের কারণে ফিফার তালিকায় 6 ধাপ পিছিয়ে পড়তে হল আনোয়ার আলিদের। তাতে নিজেও লজ্জিত একার কাঁধে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়া কোচ খালিদ জামিলও। এদিকে, ভারতের ব্যর্থতার মাঝেই দীর্ঘ 9 বছরের মধ্যে ফিফার তালিকায় সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ।
ফুটবলে দৈনদশা ভারতের
আগেই এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের আশা শেষ হয়েছিল ভারতীয় দলের। তবুও বাংলাদেশের বিপক্ষে যোগ্যতা অর্জন পর্বের নিয়মরক্ষার ম্যাচে বড় মুখ করে নেমেছিলেন খালিদের ছেলেরা। তবে মাঠে নামাই সার হল! ওপারের ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গোল করা তো দূর, বরং 1 গোল খেয়েই লজ্জা বাড়িয়ে ফিরল খালিদের দল। যার প্রভাব সরাসরি পড়েছে ফিফার ক্রমতালিকায়। এদিকে ফিফার তালিকায় ভারতের অধঃপতনের মাঝে টিম ইন্ডিয়াকে হারিয়ে 9 বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে তিন ধাপ এগিয়ে 180 নম্বরে উঠে এসেছে ওপার বাংলার টাইগাররা।
না বললেই নয়, শেষবারের মতো 14 অক্টোবর সিঙ্গাপুরের কাছে 1-2 ব্যবধানে হেরে এশিয়ান কাপের বাছাই পর্বের দৌড়ে পিছিয়ে পড়েছিল ভারত। মূল মঞ্চে জায়গা করা তো দূর ঘুরে দাঁড়ানোর স্বপ্নটাই ভেঙে গিয়েছিল খালিদদের। তাই মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মান রক্ষা করতে চেয়েছিলেন জামিল। কিন্তু সেটাও পারল না সুনীল ছেত্রীহীন ভারত। তাতে কার্যত সবদিক থেকেই ক্ষতি হয়েছে ভারতীয় ফুটবল দলের। আরও কিছুটা অন্ধকারে নেমেছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।
অবশ্যই পড়ুন: পারেননি বাকিরা! এশিয়া কাপ রাইজিং স্টারের মঞ্চে বিরাট কান্ড ঘটালেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
উল্লেখ্য, ভারত এবং বাংলাদেশের মধ্যেকার রাজনৈতিক উত্তাপ নিয়েই শুরু হয়েছিল এশিয়ার দুই প্রতিদ্বন্ধীর লড়াই। সেই আসরে অবশ্য বল পায়ে প্রথম থেকেই এগিয়েছিলেন খালিদ জামিলের ছেলেরা। তবে শুরুটা গুছিয়ে করলেও মাঝপথে খেই হারায় ভারত। বলা ভাল, প্রথমার্ধের শুরুর কিছুটা সময় এগোতেই 12 মিনিটের মাথায় ভারতের জালে বল জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন মোরসালিন। আর সেটাই ছিল ওপার বাংলার টাইগারদের জয়সূচক গোল। কারণ এরপর আর প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করার সাধ্য হয়নি ভারতীয় দলের।