বাংলাদেশের কাছে হার, ফর্মে থাকা বৈভব সূর্যবংশীকে কেন নামানো হল না সুপার ওভারে?

Why was Vaibhav Sooryavanshi not fielded in the super over of the India A vs Bangladesh A semi-final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ রাইজিং স্টারের সেমিফাইনালে বাংলাদেশের সাথে সমানে সমানে টক্কর দিয়ে শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে বিদায় দিয়েছে ভারতীয় দল। আর এই অপ্রত্যাশিত পরাজয়ের পর প্রশ্ন উঠছে, জাতীয় দলের স্ট্রাটেজি নিয়ে। আর উঠবে নাই বা কেন, যে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) গোটা টুর্নামেন্টে ব্যাট ঘুরিয়ে 234 রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন, তাঁকেই নামানো হয়নি সুপার ওভারে। তাতে কার্যত ভক্তদের কাঠগড়ায় উঠেছে ভারত এ দলের ম্যানেজমেন্ট। প্রশ্ন উঠছে অধিনায়ক জিতেশ শর্মার ভূমিকা নিয়েও।

কেন বৈভব সূর্যবংশীকে খেলানো হল না সুপার ওভারে?

ভারতীয় এ দলের দাপুটে ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও সুপার ওভারে নামতে পারেননি, বিহারের ভূমিপুত্র বৈভব। আর তারপরই বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ রাইজিং স্টারের মঞ্চ থেকে বিদায় নিয়েছে ভারত। যে ছেলে সেমিফাইনালের মঞ্চে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছিল তাকেই কিনা সুপার ওভারে নামানো হলো না, এমন সব প্রশ্নের উত্তরে যুক্তি হিসেবে অধিনায়ক জিতেশ শর্মা বলেছেন, “ম্যাচটা সত্যিই ভাল ছিল। তবে আমাদের হারতে হয়েছে। এটা আমাদের কাছে বড় শিক্ষা। আমি এর সব দায় নিচ্ছি। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা। তবে সেটা না হলেও শিক্ষাটাই না হয় বড় হয়ে থাক।”

ভারতীয় এ দলের অধিনায়ক এদিন এও বলেন, “আমার বিশ্বাস, এই ছেলেরাই হয়তো একদিন ভারতের হয়ে বিশ্বকাপ জিতবে। ম্যাচ হারলেও প্রতিভার দিক থেকে ওরা অনেক এগিয়ে। শেখা এবং অভিজ্ঞতার উপরই সবকিছু নির্ভর করে। আমি জানি আমার উইকেটটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। এ ধরনের কীভাবে সামলাতে হয় আমি জানি।” জিতেশ শর্মা এও বলেন, “আমি এই পরাজয়ের দায় কাউকে দিচ্ছি না। দোষারোপও করছি না। গোটা 20 ওভার ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। তবে শেষ পর্যন্ত এসে আটকে গেলাম। সুপার ওভারে কাদের ব্যাট করানো হবে সেটা দলের এবং আমার সিদ্ধান্ত। তাই পুরো দায়টাই আমি নিলাম।”

অবশ্যই পড়ুন: ডিসেম্বর থেকে মার্চ অবধি বাতিল হাওড়াগামী ২৪ জোড়া ট্রেন! তালিকা দিল রেল

প্রসঙ্গত, শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে ভারতীয় যুবদলের হয়ে নিজের সর্বস্ব দিয়ে লড়াই করেছিলেন 14 বছরের বৈভব সূর্যবংশী। অন্যান্য সময়ের মতো এদিনও বৈভবের ব্যাটে ঝড়ো হাওয়া দেখেছিল প্রতিপক্ষ। ওপার বাংলার টাইগারদের মুখোমুখি হয়ে 15 বলে 38 রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সূর্যবংশী। 4 ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন তিনি। হয়তো সুপার ওভারে সুযোগ পেলে ভারতকে জিতিয়েই ছাড়তেন তিনি। তবে দুর্ভাগ্য সেই সুযোগ আর পাওয়া হল না তাঁর।

Leave a Comment