সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশেই মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে অনেকেই ধারণা করে যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নাকি মুসলিম জনসংখ্যা সবথেকে বেশি (Largest Muslim Populations)। কিন্তু বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার সবথেকে বড় অংশই রয়েছে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিকে।
নতুন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মুসলমানদের একটি বিশাল অংশ বসবাস করছে এমন দেশগুলিতে, যাদের মধ্যে অনেক দেশের নাম আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, এই দেশগুলিতে মুসলিম জনসংখ্যার পরিমাণ শুনলে আপনার চক্ষু চড়কগাছে উঠবে। এবার নিশ্চয়ই ভাবছেন ভারত এই তালিকায় রয়েছে কিনা? বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি পড়ুন
বিশ্বে মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষে কোন দেশগুলি?
সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকসের একটি রিপোর্ট অনুযায়ী জানা গেল, মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষেই রয়েছে ইন্দোনেশিয়া। তারপর পাকিস্তান, এবং তারপরে অবস্থান করছে ভারত। তালিকাটা ঠিক নিম্নরূপ—
- ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা ২৪২ মিলিয়ন,
- পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২৩৫ মিলিয়ন,
- ভারতে মুসলিম জনসংখ্যা ২১৩ মিলিয়ন,
- বাংলাদেশের বর্তমানে মুসলিম জনসংখ্যা ১৫০ মিলিয়ন,
- নাইজেরিয়ায় বর্তমানে মুসলিম জনসংখ্যা ১২৪ মিলিয়ন,
- ইজিপ্টে মুসলিম জনসংখ্যা ১০৪ মিলিয়ন,
- ইরানে মুসলিম জনসংখ্যা ৮৮ মিলিয়ন,
- তুরস্কে মুসলিম জনসংখ্যা ৮৪ মিলিয়ন,
- সুদানে মুসলিম জনসংখ্যা ৪৬ মিলিয়ন,
- আলজেরিয়ায় মুসলিম জনসংখ্যা ৪৩ মিলিয়ন,
- ইথিওপিআয় মুসলিম জনসংখ্যা ৩৭ মিলিয়ন,
- ইরাকে মুসলিম জনসংখ্যা ৪০ মিলিয়ন,
- আফগানিস্তানে বর্তমানে মুসলিম জনসংখ্যা ৩৯ মিলিয়ন,
- মরক্কোতে মুসলিম জনসংখ্যা ৩৭ মিলিয়ন,
- ইয়ামেনে মুসলিম জনসংখ্যা ৩১ মিলিয়ন,
- উজবেকিস্তানে মুসলিম জনসংখ্যা ২৮ মিলিয়ন,
- সৌদি আরবে মুসলিম জনসংখ্যা ২৯ মিলিয়ন,
- জিনপিংয়ের দেশ অর্থাৎ চিনে বর্তমানে মুসলিম জনসংখ্যা ২৫ মিলিয়ন,
- নাইজারে বর্তমানে মুসলিম জনসংখ্যা ২৫ মিলিয়ন,
- মালয়েশিয়ায় বর্তমানে মুসলিম জনসংখ্যা ২১ মিলিয়ন,
- মালি এবং সিরিয়াতে মুসলিম জনসংখ্যা ২০ মিলিয়ন,
- তানজানিয়াতে মুসলিম জনসংখ্যা ২২ মিলিয়ন,
- সোমালিয়ায় মুসলিম জনসংখ্যা ১৩ মিলিয়ন।
Countries With the Largest Muslim Populations
Indonesia: 242M
Pakistan: 235M
India: 213M
Bangladesh: 150M
Nigeria: 124M
Egypt: 104M
Iran: 88M
Turkey: 84M
Sudan: 46M
Algeria: 43M
Ethiopia: 37M
Iraq: 40M
Afghanistan: 39M
Morocco: 37M
…
— World of Statistics (@stats_feed) December 10, 2025
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কের চাকরি, মোটা বেতন! SBI-তে প্রায় হাজার শূন্যপদে নিয়োগ
তাহলে তালিকায় চমক কোথায়?
আসলে আপনি ভাবলে অবাক হবেন, শীর্ষ দেশগুলির মধ্যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই প্রথম পাঁচে নেই। আর ইসলাম ধর্মের সবথেকে বৃহৎ জনসংখ্যা এশিয়ার মধ্যে কেন্দ্রীভূত। আর ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান তিন প্রতিবেশী দেশই তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে। সবথেকে বড় ব্যাপার, বর্তমানে বাংলাদেশের থেকে বেশি মুসলিম ভারতে।
Countries With the Largest Muslim Populations
Indonesia: 242M
Pakistan: 235M
India: 213M
Bangladesh: 150M
Nigeria: 124M
Egypt: 104M
Iran: 88M
Turkey: 84M
Sudan: 46M
Algeria: 43M
Ethiopia: 37M
Iraq: 40M
Afghanistan: 39M
Morocco: 37M
…