বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগস্টে হতে যাওয়া ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে সিরিজ আপাতত স্থগিত। মূলত দু’দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণেই মেন ইন ব্লু-র বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমতাবস্থায়, বাংলাদেশ সফর নিয়ে অপেক্ষা বাড়তেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে প্রস্তাব পায় BCCI।
সেই মতোই জল্পনা ছিল, সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরে ফের মাঠে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। আর ঠিক সেই আবহেই, বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট দাবি করছে, শ্রীলঙ্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে BCCI। আর এই খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে রোহিত ও বিরাটের কামব্যাক নিয়ে অপেক্ষা অনেকটাই বাড়বে ভক্তদের।
লঙ্কান বোর্ডের কর্মকর্তার ভিন্ন দাবি
নবভারত টাইমসের রিপোর্ট বলছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নাকি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ভাল সাড়া পেয়েছেন তারা। ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ নিয়ে খুব শীঘ্রই নতুন সিদ্ধান্ত জানানো হবে বলেই আশাবাদী লঙ্কান বোর্ড। তবে লঙ্কান বোর্ডের কর্মকর্তার এমন দাবির মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র নাকি স্পোর্টস তাক-কে জানিয়েছে, ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা নাকি একেবারে নগণ্য।
অবশ্যই পড়ুন: টুর্নামেন্ট শুরুর আগেই বড় চমক! দর্শকদের বিনামূল্যে টিকিট বিতরণের সিদ্ধান্ত নিল ডুরান্ড কমিটি
রোহিত বিরাটের কামব্যাক নিয়ে বাড়বে অপেক্ষা?
রোহিত, বিরাটের টেস্ট অধ্যায় শেষের পর বর্তমানে তরুণ তারকা শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়ছে ভারতীয় দল। এদিকে টেস্ট সফর শেষ হওয়ার পরই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার, তবে আপাতত দুই বোর্ডের সিদ্ধান্তে তা হচ্ছে না। একইভাবে সূত্রের দাবি অনুযায়ী, যদি শ্রীলঙ্কা সিরিজ স্থগিত বা বাতিল হয় সেক্ষেত্রে রোহিত এবং বিরাটের কামব্যাক নিয়ে অপেক্ষা বাড়বে ভক্তদের।
কেননা, টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর বর্তমানে ওয়ানডে ক্রিকেটেই পাওয়া যাবে দুজনকে। কাজেই, লঙ্কানদের বিরুদ্ধে গোটা সিরিজ বাতিল হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অক্টোবরের ওয়ানডে সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বরের ওয়ানডে সিরিজের আগে রোকো জুটিকে মাঠে দেখতে পাওয়া সম্ভব নয় বলেই দাবি বিশেষজ্ঞদের।