বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi Breaks Virat Kohli under 19 one day record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে চলতি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছে ভারত। প্রথম ম্যাচে, ব্যাট হাতে দুই রানের বেশি করতে পারেননি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু তাও বাকিদের লড়াইকে সঙ্গে নিয়ে DLS পদ্ধতিতে আমেরিকাকে হারিয়েছে ভারতীয় দল। তবে উদ্বোধনী ম্যাচে কাজ না হলেও আজ অর্থাৎ 17 জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে বড় কৃতিত্ব অর্জনের সুযোগ ছিল বিহারের ভূমিপুত্রের। এই ম্যাচে আর মাত্র 4 রান করলেই বিরাট কোহলিকেও টপকে যেতেন সূর্যবংশী। সেটাই করে দেখালেন তিনি। ভাঙলেন কোহলির রেকর্ড।

বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বৈভব

শনিবার, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওপার বাংলার অনূর্ধ্ব 19 দল। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, মাঠ ভিজে থাকায় ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছিল। তবে সেই অপেক্ষায় কাটিয়ে ব্যাট করতে নামেন বৈভবরা। মাঠে নেমেই অধিনায়কের সাথে জুটি বেঁধে 5 রান তুলেছিলেন সূর্যবংশী। আর তাতেই ভেঙে গেল কোহলির রেকর্ড। বলে রাখি, ম্যাচের আগে পর্যন্ত অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেটে 19 ইনিংস খেলে 975 রান করেছিলেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে বিরাট কোহলি তাঁর কেরিয়ারে অনূর্ধ্ব 19 ওয়ানডেতে মোট 25টি ইনিংস খেলে 978 রান করেছেন। এর অর্থ, কোহলিকে টপকাতে মাত্র 4 রান দরকার ছিল তার। বাংলাদেশের বিরুদ্ধে শুরুতেই সেই কাজ করে দেখালেন 14 বছরের কিশোর।।

তবে, কোহলির রেকর্ড ভাঙার পাশাপাশি বৈভবের হাতে সুযোগ রয়েছে ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে বড় কীর্তি গড়ার। হিসেব করে দেখতে গেলে, বাংলাদেশ দলের বিরুদ্ধে সূর্যবংশী যদি আজ আর মাত্র 25 রান করতে পারেন তবে তিনি হয়ে উঠবেন যুব ওয়ানডেতে সংক্ষিপ্ততম ইনিংসে 300 রান পূর্ণ করা ভারতের তৃতীয় ব্যাটসম্যান। এখন দেখার, গত ম্যাচের ব্যর্থতা কাটিয়ে বৈভব আজ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা।

অবশ্যই পড়ুন: ২ বছর পর দলে শ্রেয়স আইয়ার, T20 সিরিজের আগে টিম ইন্ডিয়ায় একাধিক বদল

উল্লেখ্য, অনূর্ধ্ব 19 বিশ্বকাপের গত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে 108 রানের লক্ষ্য দিয়েছিল আমেরিকা। পরবর্তীতে ম্যাচে বৃষ্টি বাগড়া হওয়ায় ভারতের ইনিংস নেমে এসেছিল 37 ওভারে। আর এই নির্ধারিত সময়ের মধ্যে টিম ইন্ডিয়াকে করতে হতো 96 রান। পরবর্তীতে 17.2 ওভারে সেই লক্ষ্য পূরণ করে DLS পদ্ধতিতে জিতে যায় টিম ইন্ডিয়া।

Leave a Comment