বিক্রম ব্যানার্জী, কলকাতা: চাল নিয়ে বাংলাদেশের সমস্যা মেটাবে ভাই পাকিস্তান! ঢাকার খিদে মেটানোর লক্ষ্যেই এবার নাকি একেবারে 1 লক্ষ টন চাল কেনার টেন্ডার ডেকেছে পাকিস্তান সরকার (Pakistan Bangladesh Trade)। যার সবটাই নাকি মহম্মদ ইউনূসের দেশে রপ্তানি করা হবে। বলাই বাহুল্য, শেখ হাসিনা জামানা শেষ হতেই ওপার বাংলার সাথে ক্রমশ সখ্যতা বেড়েছে ইসলামাবাদের। আর সেই সূত্র ধরেই, বাংলাদেশে ঢোকার পথ অনেকটাই সহজ হয়েছে পাকিস্তানের। ইউনূস সরকারের সাথে সরু লাইন করে ক্রমাগত ভারত বিরোধী পরিকল্পনা চালিয়ে যাচ্ছে ইসলামের দেশটি। এবার বাংলাদেশকে আরও কাছে পেতে বিপুল পরিমাণ চাল রপ্তানির সিদ্ধান্ত নিল পাক সরকার।
সম্পর্ক মসৃণ করতেই এমন পদক্ষেপ
বিগত দিনগুলিতে, চাল সংকটের আশঙ্কায় ভুগেছে বাংলাদেশ। তাছাড়াও সাম্প্রতিককালে ওপার বাংলার বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। চাল আমদানির জন্য বেশ কয়েকবার টেন্ডারও ডেকেছে ইউনূস সরকার। সেই আবখে, এবার বিপুল পরিমাণ চাল নিয়ে ভাই বাংলাদেশের পাশে দাঁড়াতে চাইছে পাকিস্তান। বিশ্লেষক মহলের দাবি, বাংলাদেশের চাল রপ্তানির মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মসৃণ এবং মজবুত করতে চাইছে দুই দেশ।
অবশ্যই পড়ুন: ১৯০০% বেতন বেড়েছে KKR র এই প্লেয়ারের
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আসলে বাংলাদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতেই বারবার চাল আমদানির জন্য টেন্ডার ডেকেছে ইউনূস সরকার। বাংলাদেশের খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবছর বাংলাদেশে সরু থেকে মাঝারি এমনকি মোটা চালের দাম বেড়েছে বই কমেনি। গত অক্টোবরে ওপার বাংলার বাজারে মোটা চালের দাম ছিল কেজি প্রতি 52 টাকারও বেশি। অন্যদিকে মাঝারি দানার চাল 62.43 এবং সরু চালের দাম প্রতি কেজিতে 77.10 টাকায় বিক্রি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজধানী ঢাকায় চালের দাম নাকি আরও অনেকটাই বেশি।
এমতাবস্থায়, বাংলাদেশে চালের দাম নিয়ন্ত্রণ করতে এবং আগামী দিনে যাতে কঠিন পরিস্থিতিতে দেশটিতে চালের সংকট না দেখা দেয় সেজন্যই চালের আমদানি বাড়াতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী দরকার। আর ঠিক সেই পরিস্থিতিকে কাজে লাগিয়েই চাহিদার থেকেও দ্বিগুণ পরিমাণ চাল বাংলাদেশে পাঠানোর তোড়জোড় চলছে পাকিস্তানে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান ইতিমধ্যেই বাংলাদেশে পাঠানোর জন্য লম্বা দানার 1 লক্ষ টন সাদা চাল কেনার টেন্ডার ডেকেছে গত বৃহস্পতিবার। সেই দরপত্র জমা দেওয়া হবে আগামী শুক্রবার। ঘরোয়া বাজার থেকে নির্দিষ্ট পরিমাণ চাল সংগ্রহ করা গেলে পরবর্তীতে সেগুলি করাচি বন্দর থেকে বাংলাদেশে রপ্তানি করা হবে।