বাংলাদেশে আটক বাবা, পাল্টা দুটি ছাগল ধরে ছেলে! অবশেষে ঘরে শীতলকুচির কৃষক

sitalkuchi cooch behar

সহেলি মিত্র, কলকাতা: আবারও শিরোনামে উঠে এল কোচবিহারের শীতলকুচি (Sitalkuchi)। না এবার আর কোনো গোলাগুলি চলেনি। তবে এবার যা ঘটল তা সকলকে অবাক করে রেখে দিয়েছে। আসলে বাংলার এক কৃষককে দীর্ঘক্ষণ বাংলাদেশে আটকে রাখার অভিযোগ উঠেছে। যদিও অবশেষে বিএসএফ ও বিজিবির বৈঠকে ছাড়া হল বাংলার ওই কৃষককে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখন আজকের এই প্রতিবেদনটির ওপর।

কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ভারতীয় কৃষক!

বুধবার কোচবিহারের শীতলকুচি শালবাড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক এক কৃষককে আটক করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ ইতিমধ্যেই নাসির মিঞার মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে। জানা গিয়েছে, নাসির মিঞা (৫৫) নামের ওই কৃষক সীমান্তের বেড়ার ওপারে কিন্তু ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত তার কৃষিজমি চাষ করতে গিয়েছিলেন। স্থানীয়দের মতে, বাংলাদেশ থেকে আসা ছাগল তার জমিতে প্রবেশ করে ফসলের ক্ষতি করে। এরপর নাসির যখন ছাগলগুলিকে তাড়াতে গিয়ে এক বাংলাদেশি গ্রামবাসীর বাড়ির কাছে যান, তখন স্থানীয়রা তাকে ধরে বিজিবির হাতে তুলে দেয় বলে অভিযোগ।

ছাগল নিয়ে যত কাণ্ড!

তার আটকের খবর দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে আশেপাশের গ্রামগুলিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, কারণ বাংলাদেশি গবাদি পশু নিয়মিতভাবে ভারতীয় কৃষিজমিতে প্রবেশ করে ফসল নষ্ট করে। ঠিক একদিন আগে শীতলকুচির আরেকটি অংশে একই রকম একটি ঘটনা ঘটে। জানা যায় যে, এই ঘটনার পর নাসির আলি মিঞার ছেলে বাংলাদেশের দুটি ছাগলকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসে।

আটক কৃষকের ছেলে দুলাল মিঞা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “বাংলাদেশি গরু প্রায়ই আমাদের ফসল নষ্ট করে। আমার বাবা যখন প্রতিবাদ করতে যান তখন তাকে গ্রেফতার করা হয়। আমরা বিএসএফকে তাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি।” সংবেদনশীল সীমান্তে কৃষকদের সুরক্ষার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামবাসীরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনা জানার পর বিএসএফের তরফে বৈঠক করা হয় বিজিবির সঙ্গে। দীর্ঘ ফ্ল্যাগ মিটিংয়ের পর কৃষককে ছেড়ে দেওয়া হয়। এরপর নাসির আলি মিঞার ছেলেও বাংলাদেশি নাগরিকের সেই ছাগল দুটিকে ফেরত দিয়ে দেন।

Leave a Comment