বাংলাদেশে খুলে গেল অ্যাপোলো হসপিটালের ইনফরমেশন সেন্টার, উপকৃত হবেন ওপারের রোগীরা

Apollo Hospitals Information Centre Bangladesh newly opened

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতীয় সংস্থা অ্যাপেলো হসপিটালের ইনফরমেশন সেন্টার (Apollo Hospitals In Bangladesh)। ওপার বাংলার সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, অ্যাপেলো হসপিটালের সিইও নবীন ভি গত মঙ্গলবার সকালে ঢাকার যমুনা ফিউচার পার্কে তাদের নতুন ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন একাধিক ব্যক্তিত্ব

প্রতিবেদন অনুযায়ী, গত 2 সেপ্টেম্বর ঢাকায় অ্যাপেলো হসপিটালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিমের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট এম এস গুরু প্রসাদ। তিনি ছাড়াও ওপার বাংলার বেশ কয়েকজন স্বনামধন্য ব্যক্তিত্ব ওই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেই খবর।

অবশ্যই পড়ুন: জাতীয় দলে ব্রাত্য! অবশেষে ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের

সুবিধা হবে বাংলাদেশী রোগীদের

প্রতিবেদনটি দাবি করছে, ঢাকায় অ্যাপোলো হসপিটালের ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশের রোগীরা সহজেই চিকিৎসা সংক্রান্ত অ্যাপয়নমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার প্রদানের সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান, মেডিকেল গাইডলাইন এবং চিকিৎসায় খরচের বিষয়ে ধারণা পাবেন।

ওই প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বাংলাদেশে সদ্য উদ্বোধন হওয়া নতুন অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারটি চেন্নাইয়ের সর্বাধুনিক চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সেবা সম্পর্কে ওপার বাংলার সাধারণ মানুষকে সম্পূর্ণ তথ্য প্রদান করবেন। তাতে ভোগান্তি কমার পাশাপাশি আখেরে লাভ হবে বাংলাদেশের রোগীদেরই।

Leave a Comment