বাংলাদেশে দিপু দাস খুনের ঘটনায় গ্রেফতার ৭, জানালেন মহম্মদ ইউনূস

Bangladesh

প্রীতি পোদ্দার, কলকাতা: হাসিনা আমলের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরিফ উসমান হাদি খুনে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। আর সেই অগ্নিগর্ভ অবস্থায় প্রাণ বলি যায় এক হিন্দু যুবকের। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবার সেই ঘটনায় বড় পদক্ষেপ নিল অন্তর্বর্তী সরকার। গ্রেফতার করা হল ৭ জনকে।

গাছে বেঁধে পুড়িয়ে মারা হয় হিন্দু যুবককে!

উল্লেখ্য, গত বৃহস্পতিবার, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ভালুকায় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন এবং এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। অভিযোগ উঠেছে, ইসলামের নবী মহম্মদ সম্পর্কে কটুক্তি করেছিলেন তিনি। এরপর একদল মুসলিম ব্যক্তি, প্রথমে কারখানা থেকে বের করে মারধর করে ওই যুবককে। তারপর অর্ধমৃত অবস্থায় একটি গাছে ঝুলিয়ে আরেক দফা লাঠিপেটা করার পর আগুন ধরিয়ে দেওয়া হয় দেহে। পুরো ঘটনার লাইভ সম্প্রচার করা হয়। ভয়াবহ ঘটনাকে ঘিরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে সকলে। এবার এই ঘটনায় বড় পদক্ষেপ নিল মহম্মদ ইউনূস।

গ্রেফতার ৭

রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শনিবার, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সোশ্যাল মিডিয়ায় হিন্দু যুবককে মেরে ফেলার ঘটনা সংক্রান্ত একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান যে, “ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী ২৭ বছরের যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন। এই ঘটনায় ধৃতরা হলেন মহম্মদ লিমন সরকার (১৯), মহম্মদ তারেক হোসেন (১৯), মহম্মদ মানিক মিয়া (২০), এরশাদ আলি (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মহম্মদ মিরাজ হোসেন আকন (৪৬)।” তিনি জানিয়েছেন বিভিন্ন স্থানে র‍্যাব অভিযান চালিয়ে উক্ত সন্দেহভাজনদের গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ১০০ এক্সপ্রেস, মেলের তৎকাল টিকিটে OTP বাধ্যতামূলক করল রেল, তালিকায় হাওড়ারও ট্রেন

অশান্ত বাংলাদেশে শান্তি বজার রাখার আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছেন মহম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, “ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে নিন্দা জানাচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনও স্থান নেই। আর এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাতে চাই, সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহিদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।”

Leave a Comment