বাংলাদেশে না গিয়েও ঢাকায় ACC-র বৈঠকে অংশ নিচ্ছে BCCI, কবে গড়াবে এশিয়া কাপ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে বহু অপেক্ষিত এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বেড়েছে। তার উপর আবার 24 জুলাই, বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দেবে না বলেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই পথ ধরেই ঢাকায় যেতে অস্বীকার করে ওমান, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলি। তবে এবার শোনা যাচ্ছে, ঢাকায় প্রতিনিধি না পাঠিয়েও ACC-র বৈঠকে অংশ নিতে চলেছে BCCI।

ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে BCCI

আজ অর্থাৎ বৃহস্পতিবার ঢাকার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। পুরনো বক্তব্য ভুলে এবার নাকি ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে অংশ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

News 24-এর প্রতিবেদন অনুযায়ী, এদিন ঢাকার বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অংশ নেবেন রাজীব শুক্লা। বৃহস্পতিবার ঢাকার এক নামজাদা হোটেলে দু’দিনব্যাপী এই বার্ষিক সভা আয়োজন করছে ACC । যদিও প্রথমদিকে এই সভায় অংশ নিতে রাজি ছিল না BCCI।

ভার্চুয়ালি অংশ নেবে আরও কয়েকটি দেশ

রিপোর্ট বলছে, বৃহস্পতিবার থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভায় ভার্চুয়ালি অংশ নেবে ওমান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেট বোর্ডও। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা নিয়ে নরম হওয়ায় বাকি বোর্ডগুলিও অনলাইনে সভায় অংশগ্রহণের পথে হেঁটেছে।

 

কবে গড়াবে এশিয়া কাপ?

আপাতত যা খবর, এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা সেপ্টেম্বরে। তবে বিগত দিনগুলিতে যে জট তৈরি হয়েছে তাতে আদৌ এশিয়া কাপ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে নানা মহলেই। তবে ঢাকার বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অংশগ্রহণের সিদ্ধান্তের পরই অনেকেই আশা করছেন হয়তো এবার এশিয়া কাপ নিয়ে জট কাটবে। তবে এই সভায় এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

অবশ্যই পড়ুন: মাঠ থেকে সোজা হাসপাতাল! কতটা গুরুতর ঋষভ পন্থের চোট? জানাল BCCI

প্রসঙ্গত, এশিয়া কাপের আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভার ভেন্যু হিসেবে ঢাকাকে বেছে নেওয়ার কারণে বিরোধিতা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI- এর পথ ধরেই আপত্তি জানিয়েছিল বাকি বেশ কয়েকটি বোর্ডও। দাবি ওঠে, সভার স্থান বদলের। তবে ACC চেয়ারম্যান মহসিন নকভি নিজের পুরনো সিদ্ধান্ত থেকে এক ফোঁটাও সরে দাঁড়ালেন না। তাই শেষ পর্যন্ত ঢাকাতেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা। সেই মতো ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে ডিনার সেরেছেন নকভি।

Leave a Comment