বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই হেলায় চলছে ইউনূসের বাংলাদেশ। দেশে অরাজকতা ও হিন্দু হত্যার মতো ঘটনার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক অন্যায্য পদক্ষেপের মধ্যে দিয়ে কোনও মতে দিন গুজরান করছেন ওপারের মানুষজন।
এমন অবস্থায় হঠাৎ এলো বড় খবর। শোনা যাচ্ছে, ইউনূসের বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ (Dhaka Medical College)। বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার একটি বিবৃতি জারি করে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথা ঘোষণা করেছেন সভাপতি ও অধ্যক্ষ ডক্টর মহম্মদ কামরুল আলম।
হঠাৎ কেন বন্ধ করা হল ঢাকা মেডিকেল কলেজ?
ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা দীর্ঘ বেশ কিছুদিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। মূলত ছাত্র
বাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাস, নতুন আবাসন গড়ে তোলা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা, নতুন ও বিকল্প ভবন উভয়
আবাসনের জন্য আলাদা আলাদা বাজেট বরাদ্দ।
এছাড়াও পুরনো অ্যাকাডেমিক ভবনগুলি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তা পরিত্যক্ত করা এবং সবশেষে আন্দোলন চলাকালীন প্রতিটি কার্যক্রমের অগ্রগতি এবং স্বচ্ছতা কতটা তা নিশ্চিত করার দাবিতেই আন্দোলনে পা বাড়িয়েছেন শিক্ষার্থীরা। এহেন আবহে হঠাৎ বন্ধ করে দেওয়া হল ঢাকা মেডিকেল কলেজ।
অবশ্যই পড়ুন: বন্ধ হবে Jio, Airtel-র ব্যবসা! কম দামে 365 দিন 600 GB ডেটা সহ সব সুবিধা দিচ্ছে BSNL
এমন পরিস্থিতিতে, ঢাকা মেডিকেল কলেজ কেন বন্ধ করে দেওয়া হল, এমন প্রশ্নের উত্তরে নাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কামরুল জানিয়েছিলেন, দীর্ঘ বেশ কয়েকদিন যাবত শিক্ষার্থীরা নতুন হোস্টেলের দাবি জানিয়ে আন্দোলন করে যাচ্ছেন। এদিকে দেশের গৃহায়ন মন্ত্রণালয় ওই মেডিকেল কলেজের ছাত্রাবাসকে ব্যবহারের অনুপযোগী বলে ঘোষণা করেছে, কিন্তু তা সত্ত্বেও ছাত্রদের মধ্যে অনেকেই সেখানে বসবাস করছেন এখনও। তাঁদের সেখান থেকে সরে যাওয়ার কথা বললেও তাঁরা তা শুনছে না।
এছাড়াও নাকি, ঢাকা মেডিকেল কলেজের 82তম ব্যচ শতপ্রণোদিতভাবে অন্যদের কথায় প্ররোচিত হয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি একেবারে বাতিল করে দিয়েছে। এমতাবস্থায়, শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে কলেজের বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। ফলত, সেই সব কারণকে সামনে রেখে কলেজের অচলাবস্থা দূর করতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ করা হল বলেই জানিয়েছেন কামরুল।