সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ নভেম্বর, শুক্রবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বাংলাদেশে ভূমিকম্প, ঘূর্ণিঝড় সেনিয়া, পাকিস্তানে বিস্ফোরণ, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়া
বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সেনিয়ার আশঙ্কা। আইএমডি জানিয়েছে, ২১ থেকে ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৭ থেকে ২৯ নভেম্বর ভারতের পূর্ব উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় সবথেকে বেশি প্রভাব পড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ইডির হামলা
শুক্রবার সকালে ইডি পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড মিলিয়ে ১৬টি জায়গায় অভিযান চালিয়েছে। লক্ষ্য ছিল কয়লা ব্যবসায়ীরা। বিশেষ করে লালুবাবু সিংহ এবং তাঁর ভাই কুম্ভনাথ সিংহ। ১০ বছর আগেই বিসিসিএল টেন্ডার দুর্নীতিতে লালুবাবুর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এবার তাঁর বাড়ি এবং অফিসেই হামলা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার সল্টলেক, বাইপাস, আসানসোল, পুরুলিয়া এবং ধানবাদে চলেছে তল্লাশি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ফের বন্ধ বিদ্যাসাগর সেতু
কলকাতা পুলিশ আবারও বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জরুরী মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যাসাগর সেতু আগামী রবিবার, ২৩ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে এবং ডাউন কেবল প্রতিস্থাপন সহ গুরুত্বপূর্ণ কাঠামোগত কাজ হবে। জানা যাচ্ছে, প্রধান রাস্তায় চাপ এবং যানজট বাড়ার আশঙ্কা তৈরি হবে। আর পুলিশ অপ্রয়োজনে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে এবং বিকল্প রুট ব্যবহার করার ঘোষণা করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) মিস ইউনিভার্স ২০২৫-এ বাদ পড়লেন ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা
মিস ইউনিভার্স ২০২৫-এ এবার ভারত সুন্দরী মণিকা বিশ্বকর্মা বাদ পড়লেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে মেক্সিকোর ফাতিমা বোশ এই বছরের মুকুট জিতেছেন। প্রথম রানার আপ হয়েছেন মিস থাইল্যান্ড বীনা প্রবিনার সিং, দ্বিতীয় রানার আপ মিস ভেনেজুয়েলা স্টেফেনি আবাসালি এবং তৃতীয় রানার আপ মিস ফিলিপাইনস মা আহতিসা মানালো। উল্লেখ্য, মণিকা শীর্ষ ১২ তে জায়গা করলেও ফাইনালে জিততে পারেননি। তিনি রাজস্থানের বাসিন্দা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাংলাদেশের ভূমিকম্পে মৃত তিনজন
সাতসকালে বাংলাদেশে ভয়ংকর ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। ঢাকা, নরসিংদী এবং গাজীপুরসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। এমনকি কলকাতাতেও ভূমিকম্পের প্রভাব পড়ে। এখনও পর্যন্ত বাংলাদেশের তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলের ছাত্র রাফিউল ইসলাম, ৩০ বছরের সবুজ এবং পরিচয়হীন এক শিশুর মৃত্যু হয়েছে বলে রিপোর্ট অনুযায়ী খবর। এমনকি ১০০ জন মতো আহত হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) হুগলিতে আশাকর্মীদের বিক্ষোভ
হুগলির চুঁচুড়ায় সরকারি মোবাইল পরিষেবা নিয়ে সমস্যার অভিযোগে বিক্ষোভ নেমেছে আশা কর্মীরা। বেতন বৃদ্ধির দাবি, স্বাস্থ্যকর্মীর মর্যাদা এবং মোবাইল বাধ্যতামূলক তুলে দেওয়ার দাবিতে এবার ঘড়ির মোড়ে অবরোধ করেছেন তারা। অভিযোগ উঠছে, সামান্য সম্মানীকে অতিরিক্ত ডাটা এন্ট্রির কাজ করানো হচ্ছে। এমনকি ইনসেনটিভ মাসের পর মাস আটকে রাখা হচ্ছে। সরকারের দেওয়া মোবাইল প্রয়োজনে ফেরত দিতে হবে বা চুরি হলে টাকাও দিতে হবে, এই চাপও বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ২৮ জনের চাকরি ফেরাল সুপ্রিম কোর্ট
বীরভূমের দমকল বিভাগে অক্সিলিয়ারি ফায়ার অপারেটর নিয়োগের মামলায় এবার বিরাট পরিবর্তন আনলো সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে নিয়োগ পাওয়া ২৮ জনকে বেআইনি নিয়োগের অভিযোগে হাইকোর্ট চাকরিচ্যুত করেছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে ২৫ জনের চাকরি ফেরানোর নির্দেশ দিয়েছে। কিন্তু বাকি তিনজনের বিষয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে চাকরিপ্রার্থীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) প্রাথমিক টেটে ভুল প্রশ্ন মামলায় আশার আলো
রাজ্যের প্রাথমিক টেটের ভুল প্রশ্ন মামলায় এবার আশার আলো। আদালতের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি আজ হাইকোর্টে রিপোর্ট জমা করেছে। ২০১৭ এবং ২০২২ সালের টেটের ভুল প্রশ্ন নিয়ে পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। ভুল প্রশ্নে অতিরিক্ত নাম্বার দেওয়ার সম্ভাবনা থাকায় অনেক পরীক্ষার্থী পাস করতে পারেন বলেই জানা যাচ্ছে। আর নম্বর বাড়লে প্রাথমিক শিক্ষা পরিষদের ওএমআর শিট আবারো মূল্যায়ন করতে হবে। সবার নজর আগামী সোমবার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ভেঙে পড়লে ভারতের তেজস যুদ্ধবিমান
দুবাই এয়ারশো চলাকালীন হঠাৎ করে ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ল। স্থানীয় সময় দুপুর ২:১০ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। উড়াল প্রদর্শনের মাঝেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পরে এবং ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে পাইলট বেরোতে না পারায় তার মৃত্যু নিশ্চিত করা করেছে। ভারতীয় বায়ুসেনা দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পাকিস্তানে বিস্ফোরণে মৃত্যু ১৫ জনের
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ফয়সালাবাদের মালিকপুরে একটি রাসায়নিক আঠা কারখানায় গ্যাস লিক হয়ে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। বিস্ফোরণে কারখানার বড় অংশ ভেঙে পড়েছে এবং বহু শ্রমিক ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গিয়েছে বলে খবর। এখনো অনেকেই আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে এবং ৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন