বাংলাদেশে রিকশাচালককে মারধর, ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২১ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ ডিসেম্বর, রবিবার। বাংলাদেশে রিকশাচালককে মারধর, ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের হার, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাংলাদেশে রিকশাচালককে মারধর

বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনার রেশ কাটার আগেই আবারও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠল। ঝিনাইদহে এক হিন্দু রিকশাচালক গোবিন্দের হাতে লাল সুতো থাকার কারণে তাকে ‘র’ এজেন্ট সন্দেহে মারধর করা হয়েছে। জনতার হামলায় তিনি গুরুতর আহত হয়েছে এবং পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্য যাচাই করা হয়নি। দীপু দাস হত্যা মামলায় ইতিমধ্যে দশজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ভগবানপুরে হেনস্তার শিকার লগ্নজিতা চক্রবর্তী

পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে একটি গানের অনুষ্ঠানে শিল্পী লগ্নজিতা চক্রবর্তী হেনস্থা শিকার হয়েছেন। বিজেপি দাবি করছে, তৃণমূল নেতা মেহবুব মল্লিক তাকে ‘জাগো মা’ গান বন্ধ করে সেকুলার গান গাইতে হুমকি দিয়েছিল। এমনকি অভিযোগ না মানলে মারধরের হুমকিও দেয়। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মূল অভিযুক্ত মেহেবুব মল্লিককে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি থানার ওসির বিরুদ্ধেও তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বাড়ানো হল রেলের টিকিটের ভাড়া

নতুন বছর শুরুর আগে রেল যাত্রীদের বিরাট ধাক্কা দিল ভারতীয় রেল। ২৬ ডিসেম্বর থেকে ট্রেনের ভাড়া বাড়ছে। ২১৫ কিলোমিটারের কম দূরত্বে জেনারেল কামরার ভাড়া অপরিবর্তিত রয়েছে। কিন্তু এর বেশি দূরত্বে জেনারেল শ্রেণীতে প্রতি কিলোমিটার ১ পয়সা এবং মেল ও এক্সপ্রেসে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ল বলে খবর। এই সিদ্ধান্তে রেলের অতিরিক্ত ৬০০ কোটি টাকার বেশি আয় হবে বলেই আশা করা হচ্ছে। তাই দীর্ঘ দূরত্ব যাত্রীদের খরচ সামান্য হলেও এবার বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ভারত রাশিয়ার বাণিজ্যে নয়া পদক্ষেপ

ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যে গতি আনতে চেন্নাই ভ্লাদিভস্তক মেরিটাইম করিডর চালুর প্রস্তুতি এবার জোরকদমে চালাচ্ছে মস্কো। চেন্নাইয়ের রাশিয়ার কনসাল জেনারেল ভ্যালেরি খোদঝায়েভ জানিয়েছেন, এই সমুদ্র পথ কৌশলগতভাবে সত্যি গুরুত্বপূর্ণ। করিডরটি চালু হলে পণ্য পরিবহনের সময় ৪০ দিন থেকে কমে ২১ থেকে ২৪ দিনে নেমে আসবে এবং খরচ অনেকটাই কমবে। দক্ষিণ ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যও এতে বাড়বে বলে মনে করা হচ্ছে। চেন্নাই বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ হাবও পরিণত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) টিকিট কাটার সময় পরিবর্তন করল ভারতীয় রেল

ভারতীয় রেল অনলাইনে ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার সময় এবার বিরাট পরিবর্তন আনল। আগে IRCTC-র যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত টিকিট কাটা যেত। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ ডিসেম্বর থেকে এই সময় বাড়িয়ে দুপুর বারোটা করা হচ্ছে। অর্থাৎ, যাত্রীরা এবার ৪ ঘন্টা টিকিট কাটার সময় পাবে। পাশাপাশি রেলের পরিকল্পনা অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে এই সময় বিকেল চারটে পর্যন্ত এবং ১২ইজানুয়ারি নাগাদ ধাপে ধাপে বাড়িয়ে তা ১৬ ঘণ্টা করার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) দক্ষিণ আফ্রিকায় গুলিতে মৃত্যু ১০ জনের

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে বেকারসডাল টাউনশিপে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছে ১০ জন এবং আরও ১০ জন আহত হয়েছে। রবিবার গভীর রাতে এক অবৈধ বারে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ গুলি চালিয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও পর্যন্ত সনাক্ত করা যায়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর। তবে হামলার উদ্দেশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) বাচ্চাদের আধার নিয়ে বড় আপডেট

UIDAI শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট নিয়ে এবার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল। ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। কারণ, এই বয়সে আঙুলের ছাপ এবং আইরিশ সম্পূর্ণ পাল্টে যায়। আর আপডেট না করলে কেওয়াইসি, ব্যাঙ্কিং এবং সরকারি পরিষেবায় সমস্যা হতে পারে। নিকটবর্তী কোনও আধার সেবা কেন্দ্রে গিয়ে ছবি, আঙুলের চাপ এবং আইরিস স্ক্যান আপডেট করে নেওয়া যাবে বলে জানানো হয়েছে। আগে ১২৫ টাকা লাগলেও ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারল ভারত

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের স্বপ্ন ভেঙে দিল পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করে ভারত। কিন্তু সমীর মিনহাসের বিধ্বংসী ১৭২ রানের ইনিংসে পাকিস্তান ৩৪৮ রান গড়ে তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী সহ ভারতীয় ব্যাটাররা দ্রুত আউট হয় সাজঘরে ফেরেন। পাকিস্তানের ধারালো বোলিংয়ের সামনে একেবারে ধোপে টিকল না টিম ইন্ডিয়ার ব্যাটিং। ২৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করেছে ভারত। নির্ধারিত সময়ের আগে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) সিউড়ির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

বীরভূমের সিউড়ি শহরের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এবার ৮ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করল। এই অর্থ শহরের ২১টি ওয়ার্ডে মোট ৩৮২টি উন্নয়নমূলক কাজে লাগানো হবে। এর মধ্যে রাস্তা সংস্কার, ড্রেন, পানীয় জল, স্পিডলাইট, হাই মাস্ট ও এলইডি লাইট বসানো হবে। আগামী ২১ দিনের মধ্যেই এই কাজ শুরু হয়ে একমাসের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্কুল, কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও শৌচাগারও অন্তর্ভুক্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) জয়নগরে দেবি মূর্তি ভাঙচুরের অভিযোগ

জয়নগরে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে এবার উত্তেজনা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, দুষ্কৃতীরা মূর্তি ভেঙে দিয়েছে এবং প্রতিবাদে পথ অবরোধ করলে পুলিশ বিক্ষোভকারীদের ধরেই মারধর করেছে। সবথেকে বড় ব্যাপার, দুষ্কৃতীদের ধরার বদলে এক সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে গোপনে আবার নতুন মূর্তি বসিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য এবং বিক্ষোভ শুরু হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment