সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন অসন্তোষ যেন বেড়েই চলেছে বাংলাদেশে। তবে এবার মাঝে এক নতুন সমস্যায় পড়ল ওপার বাংলা। সম্প্রতি দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, বাংলাদেশে মাত্র ৩৯ দিনের মতো কনডম মজুদ রয়েছে (Bangladesh Condom Crisis)। অর্থাৎ, ৩৯ দিন পর বাংলাদেশ থেকে কনডম শেষ হয়ে যাবে। জন্মনিরোধক ভান্ডার এক কথায় তলানিতে ঠেকবে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুর দিকে এক মাস কনডম জোগানও করতে পারবে না ইউনূস সরকার। ফলে লাফিয়ে জন্মহার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা।
জন্মনিরোধকের জোগান কমছে ওপার বাংলায়
রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছর ধরে বাংলাদেশে কনডম সহ অন্যান্য জন্মনিরোধক মজুদ অনেকটাই তলানিতে ঠেকেছে। এমনকি সম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জন্মনিরোধক ব্যবহারও কমে গিয়েছে। সেই কারণে জন্মহার এখন দিনের পর দিন বাড়ছে। হ্যাঁ, ৫০ বছরে প্রথমবার জন্মহার বৃদ্ধি পেয়েছে। গত মাসে প্রকাশিত হওয়া এক রিপোর্ট অনুযায়ী, যেখানে মোট জন্মহার ২.৩, এখন তা ২.৪ এ গিয়ে দাঁড়িয়েছে। আর এরকমটা চলতে থাকলে দিনের পর দিন সেই পরিসংখ্যান আরও বাড়বে ছাড়া কমবে না।
আরও পড়ুনঃ ২০০৪-এ মাধ্যমিক পাস, কত সম্পত্তির মালিক পার্ণো মিত্র?
বর্তমানে এমনিতেই বাংলাদেশ ছাত্রনেতা হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসায় জ্বলছে। এমনকি রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট সহ বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা। পাশাপাশি সংবাদমাধ্যমের অফিসগুলোতেও ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। সবথেকে বড় ব্যাপার, এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংস ভাবে মেরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যা নিয়ে গোটা বাংলাদেশ থেকে শুরু করে ভারতে তোলপাড় রাজ্য-রাজনীতি।
আরও পড়ুন: এইট পাসে সুদ ছাড়াই মিলবে ৫ লক্ষ টাকা ঋণ, দারুণ প্রকল্প রাজ্য সরকারের
এদিকে বুধবার রাতেও এক হিন্দু যুবককে হত্যা করা হয়েছে। আর পদ্মাপাড়ের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে, পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হয়েছে, এটা কোনও সাম্প্রদায়িক হামলা নয়, সন্ত্রাসী কার্যকলাপ থেকেই হিংসাত্মক পরিচিতি পাওয়া গিয়েছিল। ওই মৃত ব্যক্তির নাম অমৃত মন্ডল ওরফে সম্রাট। তবে এই সমস্ত ঘটনার মাঝে এখন কনডম ও গর্ভনিরোধকের অভাব বাংলাদেশের পরিস্থিতিকে যে আরও পরিনতির দিকে ঠেলে দেবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।