“বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে!” ঢাকায় দাঁড়িয়ে বিরাট বার্তা জামাত প্রধানের

Pakistan Bangladesh Relations Jamiat Ulema-e-Islam leader statement Goes viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সাথে সখ্যতা (Pakistan Bangladesh Relations) বেড়েছে পাকিস্তানের। বিগত দিনগুলিতে উপকারী বন্ধু ভারতের বিরোধিতা করে বেশ কয়েকবার ভাই ইসলামাবাদের হয়ে গলা ফাটিয়েছে ঢাকা। এবার বাংলাদেশ সফরে গিয়ে সেই সম্পর্কের বন্ধন আরও মজবুত করার বার্তা দিলেন পাকিস্তানের জামাত উলেমা ই ইসলাম ফজল প্রধান মওলানা ফজলুর রহমান। রবিবার ঢাকার একটি অনুষ্ঠান থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক নিয়ে কথা বলার সময় দুই দেশের পারস্পরিক ভরসার ঐক্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

বাংলাদেশে দাঁড়িয়ে বিরাট বার্তা জামাত প্রধানের

ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের জামাত উলেমা ই ইসলাম ফজল প্রধান। সেই মতোই ঢাকা, সিলেট সহ ওপারের একাধিক শহর ঘুরে ঘুরে সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে গড়ানো এক অনুষ্ঠান থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক নিয়ে কথা বলার আগে ওপার বাংলার জনগণের প্রশংসা করেছিলেন ফজলুর। বলেন, “বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন। তাঁদের চেতনা চিরকালই শক্তিশালী এবং গতিশীল। এখানে ধর্মীয় আন্দোলন হিংসার ভিত্তিতে নয় বরং আদর্শের ধারাবাহিকতার ভিত্তিতে চালিত হয়।”

জামাত প্রধানের দাবি, ” পাকিস্তানের প্রতিনিধি দল শুধুমাত্র বাংলাদেশের অনুষ্ঠানগুলিতে যোগ দিতে আসেন। একই সাথে এদেশের মানুষের প্রতি পাকিস্তানিদের কী মনোভাব সেটাও তুলে ধরতে এসেছে।” ফজলুর বলেন, “পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানরা একই সম্প্রদায়ের অংশ। আমরা সবাই এক। বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। আগামী দিনে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বাড়বে। এই সফরের মধ্যে দিয়ে ঢাকা এবং ইসলামাবাদ আরও কাছাকাছি আসবে।”

অবশ্যই পড়ুন: ইডেনে ভারতকে হারিয়ে ৫৩ বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

উল্লেখ্য, বিগত দিনগুলিতে ইউনূসের শাসনে বাংলাদেশে খুন, রাহাজানি, অরাজগতা এমনকি হিন্দুদের উপর অত্যাচার মাত্রা ছাড়িয়েছে। যা নিয়ে বারবার সরব হয়েছেন বহু দেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষজন। আর ঠিক সেই আবহে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি ভারত বিরোধী পাকিস্তানের সাথে যে ক্রমাগত সক্ষতা বাড়ছে বাংলাদেশের, রবিবার নিজের ভাষণের মধ্যে দিয়ে কার্যত সেটাই বুঝিয়ে দিলেন জামাত প্রধান।

Leave a Comment