প্রীতি পোদ্দার, কলকাতা: ফের চোরাচালানের অভিযোগ! নদিয়া বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল ৫০০ টাকার প্রচুর জাল নোট (Fake Notes Found From India Bangladesh Border)! রাজ্যে যেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একের পর এক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক সীমান্তে জালনোট চক্রের সক্রিয়তা নিয়ে ফের রাজনৈতিক চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
সীমান্তে উদ্ধার ৫০০ টাকার প্রচুর জাল নোট!
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ নদিয়ার ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির কর্তব্যরত জওয়ানেরা হঠাৎ লক্ষ্য করেন যে ইছামতী নদীর ধারে, বাংলাদেশের দিক থেকে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে এগিয়ে আসছেন। অভিযোগ ভারতের দিকে লুকিয়ে থাকা সহযোগীদের হাতে কিছু জিনিসপত্র তুলে দেওয়ার চেষ্টায় ছিলেন তাঁরা। এরপরই গোটা বিষয়টি বুঝে বাংলাদেশের দিক থেকে বিএসএফ এগোতেই সঙ্গে সঙ্গে গা-ঢাকা দেয় পাচারকারীরা। এবং তাঁদের ফেলে যাওয়া প্যাকেট জঙ্গল থেকে উদ্ধার করে সেনা কর্মীরা। আর তা খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। ব্যাগে মোট ৬১৬টি ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়েছে। সব মিলিয়ে ৩ লক্ষ ৮ হাজার টাকা উদ্ধার হয়।
নদিয়া সীমান্তে বাড়ছে কড়া সতর্কতা!
বিএসএফের তরফে জানানো হয়েছে ব্যাগ উদ্ধারের পর ওই এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু করে বিএসএফ। এরপর ব্যাগ খুলতেই মেলে প্রচুর ভারতীয় টাকা। এরপরই প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হয়ে গিয়েছে যে, উদ্ধার হওয়া নোটগুলির সবকটিই নকল। পরে সেগুলি আইনি প্রক্রিয়ার জন্য তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের হাতে। এই প্রসঙ্গে BSF-এর মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন যে, “জালনোটের কারবার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। সীমান্ত দিয়ে কোনও অবৈধ কার্যকলাপই মেনে নেওয়া হবে না। সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। তাই আমরা নদিয়া সীমান্তে নজরদারি আরও বাড়াতে চলেছি।”
আরও পড়ুন: ডিসেম্বরে বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে! শীত নিয়েও খারাপ খবর, আবহাওয়ার আপডেট
প্রসঙ্গত, কিছুদিন আগে নদিয়ার মাটিয়ারি-বানপুর সীমান্ত এলাকায় চোরাচালানের চেষ্টা রুখতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। যদিও অপর পাচারকারীরা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটি কাটার, চারটি ধারালো অস্ত্র, ৯৬ বোতল ফেনসিডিল কাশির সিরাপ এবং দুই বোতল বিদেশী মদ। জানা গিয়েছে ঘটনার পর ওই মৃতদেহটি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর দেহটি কৃষ্ণগঞ্জ থানায় পাঠানো হয়েছে সেটি এখন মর্গে সংরক্ষিত রয়েছে।