প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে যাতে একটিও ভুয়ো ভোটার না থাকে, সেই কারণে অনুপ্রবেশকারীদের (Infiltrators) নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে রাজ্যে শুরু হয়েছে SIR কর্মসূচি। যদিও গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও রাজ্যে কতজন অনুপ্রবেশকারী, তা নিয়ে স্পষ্ট কোনও পরিসংখ্যান দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু এবার ভারতে অনুপ্রবেশকারীদের নিয়ে বিশেষ তথ্য দিল কেন্দ্র। জানা গিয়েছে গত ১০ বছরে সবচেয়ে বেশি অনুপ্রবেশ চেষ্টা হয়েছে বাংলাদেশ সীমান্ত থেকে। তাতেই শোরগোল শুরু হতে যায় রাজনৈতিক মহলে।
অনুপ্রবেশকারীদের তথ্য নিয়ে প্রশ্ন কেন্দ্রকে
সম্প্রতি তৃণমূলের দুই সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া এবং শর্মিলা সরকার লোকসভায় পাকিস্তান, মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া দেওয়ার এবং অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কতজন গ্রেপ্তার হয়েছেন? অনুপ্রবেশ রুখতে কী পদক্ষেপ করেছে মোদি সরকার? সেই সকল বিষয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত তথ্য চেয়েছিলেন। এবার প্রকাশ্যে উঠে এল সেই উত্তর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিত্যানন্দ রাই জানিয়েছেন যে, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত চিন সীমান্ত থেকে কোনও অনুপ্রবেশ ঘটেনি। তবে অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান মায়ানমার থেকে। এবং এই অভিযোগে মোট গ্রেপ্তার হয়েছেন ২৩ হাজার ৯২৬ জন।
সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বড় আপডেট
সীমান্তে বেড়া দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন যে ভারত-পাকিস্তান সীমান্তের মোট দৈর্ঘ্য ২,২৮৯.৬৬ কিলোমিটার, যার মধ্যে ২,১৩৫.১৩ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। বাকি ১৫৪.৫২ কিলোমিটার এখনও বেড়া দেওয়া হয়নি। অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০৯৬.৭০ কিলোমিটার, যার মধ্যে ৩,২৩৯.৯২ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে, এখনও ৮৫৬.৭৮ কিলোমিটার বেড়া দেওয়া বাকি। অনুপ্রবেশ গ্রেপ্তারির উপর বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে। বলা হয়েছে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। মোট ১৮, ৮৫১ জন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে দ্বিতীয়স্থানে রয়েছে মায়ানমার, গ্রেপ্তারির সংখ্যা ১,১৬৫ জন। এছাড়াও ভারত-পাক সীমান্ত থেকে গ্রেপ্তারির সংখ্যা ৫৫৬ জন এবং নেপাল ও ভুটান সীমান্ত থেকে গ্রেপ্তারির সংখ্যা ২৩৪।
আরও পড়ুন: ফের শিক্ষক নিয়োগে দুর্নীতি! সরাসরি ৩১৩ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের
গ্রেপ্তারিতে তালিকার শীর্ষে কোন প্রতিবেশী দেশ?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ২০২৫ সালের অনুপ্রবেশ গ্রেপ্তারি নিয়ে এক বিস্তারিত তথ্য আলাদাভাবে পেশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩,১২০ জন। যার মধ্যে ভারত-বাংলাদেশ থেকে গ্রেপ্তার হয়েছে ২,৫৫৬ জন, ভারত-পাকিস্তান থেকে গ্রেপ্তার হয়েছে ৪৯ জন, ভারত-মায়ানমার থেকে গ্রেপ্তার হয়েছে ৪৩৭ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ৭৮ জন গ্রেপ্তার হয়েছেন। কেন্দ্রের দাবি সীমান্ত সুরক্ষিত করার জন্য তারা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার জন্য, বেড়া, নজরদারি ব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন ক্রমাগত জোরদার করা হচ্ছে।