বাংলায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত MBBS-এ ভর্তি প্রক্রিয়া! কারণ জানিয়ে বিজ্ঞপ্তি স্বাস্থ্য দফতরের

WB NEET UG mbbs

সহেলি মিত্র, কলকাতা: রাজ্যের বহু ডাক্তারি পড়ুয়ার জন্য রইল জরুরি খবর। অনির্দিষ্টকালের জন্য বাংলার এমবিবিএস (MBBS)-এ প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া বন্ধ করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছেন। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্ত ধাক্কা দিয়েছে অনেককে। এখন নিশ্চয়ই ভাবছেন যে সরকার আচমকা কেন এত বড় সিদ্ধান্ত নিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

MBBS -এ ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আসলে ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির ফলে এমবিবিএস-এ প্রথম বর্ষের কাউন্সেলিং প্রক্রিয়া একদিকে যেমন আটকে গেল তেমন অন্যদিকে ডেন্টালের ভর্তির প্রক্রিয়াও আপাতত স্থগিত। স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করার তথ্যই দেওয়া হয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি।

পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল শিক্ষা পরিচালকের জারি করা জরুরি নোটিশে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত WB NEET UG মেডিকেল ডেন্টাল 2025 কাউন্সেলিং/ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এতদ্বারা অবহিত করা হচ্ছে।” সূত্রের খবর, সুপ্রিম কোর্টে বিচারাধীন ওবিসি সার্টিফিকেট বিজ্ঞপ্তি মামলা থেকে উদ্ভূত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এহেন ঘটনায় পড়ুয়াদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি করেছে। অন্যদিকে এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আচমকা কোনো কারণ ছাড়াই সরকারের তরফে নেওয়া এমবিবিএস-এ ভর্তি প্রক্রিয়া স্থগিত করা নিয়ে সমালোচনা করেছেন।

আরও পড়ুনঃ মেট্রোয় এয়ারপোর্ট থেকে শিয়ালদা, রুবি যেতে খরচ কত? জানুন ভাড়া

সরকারকে আক্রমণ সুকান্ত মজুমদারের

নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লেখেন, “একটি “জরুরি নোটিশ”-এর নামে, পশ্চিমবঙ্গ সরকার কোনও উপযুক্ত কারণ ছাড়াই WB NEET UG মেডিকেল ডেন্টাল কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে! রাজ্যের মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।”

“কেন ভর্তি কাউন্সেলিং শুরু হওয়ার পর হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল? সংরক্ষণের আড়ালে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অযাচিত সুযোগ-সুবিধা দিয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার এটি কি আরেকটি প্রচেষ্টা?”, প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী মজুমদার।

Leave a Comment