বাংলায় আসছেন নরেন্দ্র মোদি, হতে পারে রেলের বড় প্রকল্পের উদ্বোধন, কোথায় সভা?

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! তবে উত্তরবঙ্গ নয় এবার পালা দক্ষিণবঙ্গে! আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিবারের মতো এবারও বাংলা দখলে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। রাজ্য সভাপতি হিসেবে মুখ বদল করা হয়েছে। এবার গোটা বঙ্গের সরকার পরিবর্তন করতে কলকাতায় পা রাখতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সভা হবে কোথায়?

বঙ্গে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ জুলাই, অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। এরপর সেখান থেকে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য বিহার যাবেন। ইতিমধ্যেই দিল্লি থেকে এই বিষয় নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সেই সূত্রে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী বিমানবন্দরের আশেপাশে একটা সভা করতে চান। যাতে সড়কপথে সভা সেরে, সেখান থেকে সটাং বিহার চলে যাবেন। আপাতত দমদমের দুটো মাঠ পছন্দ হয়েছে তাঁদের। তবে কোন মাঠে সভা হবে তা নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেন আসছেন বঙ্গ সফরে?

জানা যাচ্ছে, এই জনসভায় বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন নরেন্দ্র মোদি। সেই কারণে এসব জায়গার বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে হতে চলেছে তাঁর জনসভা।

আসলে এখানে মোদীর আসার মূল উদ্দেশ্য হল যেহেতু দক্ষিণবঙ্গে পদ্ম ব্রিগেড সাংগঠনিকভাবে দু্র্বল তাই আসন্ন নির্বাচনে দলকে চাঙ্গা করতে দাওয়াই দিতে চলেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ওই দিন বাংলার প্রথম AC লোকাল ট্রেনের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে। পাশাপাশি এই বঙ্গ সফরে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোরেলের উদ্ধোধন তিনি করবেন কিনা, এবিষয়ে তৎপরতা শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যদিও এর আগে এই প্রকল্প উদ্ধোধন করার কথা ছিল তাঁর। কিন্তু দফায় দফায় পিছিয়ে গিয়েছে।

আরও পড়ুন: বকেয়া DA মামলায় নাটকীয় মোড়! বিরাট বড় ‘ভুল’ করে ফেললেন সরকারি কর্মীরা

২১ জুলাইয়ের প্রস্তুতি শাসকদলে

এর আগে মে মাসে যখন আলিপুরদুয়ারে সভা করেছিলেন নরেন্দ্র মোদী তখন তিনি রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে গেরুয়া ঝড় ওঠে তার নির্দেশ দিয়েছিলেন দলের সদস্যদের। আর এবার পালা দক্ষিণবঙ্গের।

এদিকে আবার আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে মেগা কর্মসূচির আয়োজন করতে চলেছে শাসকদল। তার উপর এটাই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ একুশে জুলাই। তাই দুই দলের এই মেগা সভা বাংলার রাজনীতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Leave a Comment