বাংলায় আসাদউদ্দিন ওয়েইসির AIMIM-র সাথে জোটের ঘোষণা হুমায়ুন কবিরের!

Humayun Kabir New Party

সৌভিক মুখার্জী, মুর্শিদাবাদ: রাজ্যে হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নিয়ে জলঘোলা কম হচ্ছে না। রাজ্য-রাজনীতিতে এখন শোরগোল অবস্থা। তবে এরই মাঝে শোনা গেল, বিধায়ক পদ থেকে এখনই ইস্তফা দিচ্ছেন না হুমায়ুন কবীর। এবার বড়সড় ঘোষণা করে বসেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি স্পষ্ট জানালেন, আগামী দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (AIMIM) সঙ্গে জোট বেঁধে এবার নতুন দল (Humayun Kabir New Party) তৈরি করবেন।

নতুন দল তৈরি করার পথে হুমায়ুন কবীর

সম্প্রতি বিষয়টি নিয়ে ওয়েইসির সঙ্গে কথা বলেছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন, ওয়েইসির সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে হায়দ্রাবাদেও যেতে বলেছেন ওয়েইসি। AIMIM এর সঙ্গে জোট বেঁধেই নতুন দল ঘোষণা করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। হ্যাঁ, তিনি সংবাদমাধ্যমে স্পষ্ট বলেছেন, আমাকে একটি রাজনৈতিক দল তৈরি করতেই হবে। শুধু বাবরি মসজিদ করার জন্যই আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। আগামী ২২ ডিসেম্বর আমার নতুন দল তৈরি হচ্ছে।

এমনকি তিনি এও বলেছেন যে, আমি খুব শীঘ্রই দলের রাজ্য সম্মেলন করব মুর্শিদাবাদে। অন্য কোনও দলে যোগ দেওয়ার প্রশ্নই নেই। আমি এই দলের চেয়ারম্যান হব। ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনেই আমি লড়াই করব। বাকি আমার সঙ্গে AIMIM এর আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে কথা হয়েছে। ওঁদের সঙ্গেই আমি জোট বাঁধব। হায়দ্রাবাদে আমাকে ডেকেছেন। সময় পেলেই গিয়ে মুখোমুখি বসব। দল গঠনের পর আমার কর্মী সম্মেলন, রাজ্য সম্মেলন সব কিছুই মুর্শিদাবাদে হবে।

এদিকে শুধু ওয়েইসি বা AIMIM নয়, বরং নৌশাদ সিদ্দিকির আইএসএফ এবং বামেদেরও পাশে চেয়েছেন হুমায়ুন। তিনি বলেছেন, AIMIM তো ফাইনালই। তবে এদের সঙ্গে আমি আইএসএফ-কেও স্বাগত জানাব। আর বামফ্রন্টের নেতারা আসতে চাইলেও কোনও আপত্তি নেই। কংগ্রেসকে নিয়েও কোনওরকম আপত্তি নেই। আমার একটাই লক্ষ্য, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া, এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ করানো। গতকাল রাতেই ওয়েইসির সঙ্গে আমার ফোনালাপ হয়েছে।

আরও পড়ুন: ‘রাজ্যে ফের ফিরছে চিটফান্ড সিন্ডিকেট, পিছনে তৃণমূল!’ বিস্ফোরক ভিডিও ফাঁস

পাল্টা কটাক্ষ শতরূপ ঘোষের

এদিকে হুমায়ূনের এই দাবি সামনে আসতে শতরূপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, পুজোর আগে প্যান্ডেলের বাইরে অনেক দোকান বসে। তবে পুজো হয়ে গেলেই তারা সব গুটিয়ে উঠে যায়। ঠিক তেমনই ভোটের আগে এরকম কিছু দল তৈরি হবে। এসব নতুন কিছু নয়। কিন্তু বাংলার রাজনীতিতে এখন যেন এসব একটু বেশি হচ্ছে। বামেদের সঙ্গে জোটে আপত্তি নেই বলেই হুমায়ুন কবীর আমাদেরকে ধন্য করে দিচ্ছেন না। আমাদের আপত্তি আছে কিনা তা আমরাই ঠিক করব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি টাকায় মন্দির করেছেন, তখন আমরা নিন্দা করেছি। আর এরকম একটা রাজনৈতিক নেতা যিনি স্কুল-কলেজ, হাসপাতালের বদলে মসজিদ তৈরি করছেন, তাও সৌদি থেকে টাকা নিয়ে, সেখানে তো বিরোধ থাকবেই।

Leave a Comment