সহেলি মিত্র, কলকাতাঃ ‘বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করে কেন্দ্রীয় সরকার।’ এই অভিযোগ দীর্ঘদিনের। এমনকি কেন্দ্রীয় বাজেটের বৈঠক নিয়ে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ সরকার আবেদন জানায় যে রাজ্যকে যেন সৎ সন্তানের মতো দেখা না হয়। এতকিছু অভিযোগের মাঝেই বিরাট পরিসংখ্যান পেশ করল কেন্দ্রীয় সরকার যা শুনলে আপনিও চমকে উঠবেন। বিগত কিছু সময়ে রেল প্রকল্পে বাংলায় (Bengal Railway Project) কত টাকার কাজ হয়েছে এবং এখন কত টাকার কাজ হচ্ছে সেই হিসেব তুলে ধরে সকলকে চমকে দিয়েছে। জানলে অবাক হবেন, এই অঙ্কের পরিমাণ ৮৯,০০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বাংলায় ৮৯ হাজার কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে
চলতি বছরেই রয়েছে বিধানসভা ভোট। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল অঘোষিত প্রচার শুরু করে দিয়েছে দিকে দিকে। যদিও বিভিন্ন জায়গায় গিয়েছে রাজ্যের শাসক দল কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে শুধু বঞ্চনারই অভিযোগ তুলছে। যদিও সরকারের এহেন দাবির মাঝেই কেন্দ্রীয় সরকার জানাল, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় ৮৯ হাজার কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে। সেই সঙ্গে দিল্লির তরফে দাবি করা হয়েছে অতীতের তুলনায় নরেন্দ্র মোদী সরকারের জমানায় বাংলার রেল প্রকল্পের বরাদ্দের পরিমাণ তিনগুণ বেশি।
আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে বড় পরিবর্তন! কমল না বাড়ল? আজকের রেট
সবথেকে বড় কথা, বরাদ্দের পরিমাণ আগের তুলনায় এখন অনেকটাই বেড়েছে। কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে ২০০৯-‘১৪, এই পাঁচ বছরে বাংলায় রেলের জন্য বরাদ্দ হয়েছিল ৪,৩৮০ কোটি টাকা। এখন তা বের হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয় ইউপিএ সরকারের প্রথম ভাগে রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় রেল প্রতিমন্ত্রী হয়েছিলেন। দিল্লি এখন পরিসংখ্যান দিয়ে দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল রেলের দায়িত্বে থাকার সময় যত অর্থ বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য, নরেন্দ্র মোদীর সময় তা অনেক গুণ বৃদ্ধি হয়েছে।
কী বলছে রেল?
রেলের তরফে জানানো হয়েছে, রেল মন্ত্রক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকারকে নজরে রেখে বাংলার জন্য পর্যাপ্ত রেল প্রকল্প বরাদ্দ করেছে। রাজ্যের জন্য গড় বার্ষিক রেল বাজেট বরাদ্দ ২০০৯-১৪ সালের ৪,৩৮০ কোটি টাকা থেকে ২০১৪ সালের পর ১৩,৯৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা তিনগুণেরও বেশি বৃদ্ধি। এই সমর্থনের ওপর ভিত্তি করে, বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে ৮৭,৮৬২ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের কাজ চলছে। দিল্লির দাবি, ২০১৪ থেকে ভারতীয় রেলওয়ে রাজ্যে ১,৩৬২ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করেছে, যা সংযুক্ত আরব আমিরাতের মোট রেল নেটওয়ার্কের চেয়েও বেশি। সম্পন্ন হওয়া প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে মন্দার হিল-রামপুরহাট নতুন লাইন (১৩০ কিমি), যা বীরভূম অঞ্চলে সংযোগের উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। হলদিবাড়ি আন্তর্জাতিক সীমান্ত নতুন লাইন (৩ কিমি) বাংলাদেশের সাথে আন্তঃসীমান্ত রেল সংযোগ বাড়িয়েছে এবং আরও অনেক প্রকল্প রয়েছে।
আরও পড়ুনঃ ২০০০ কোটি বিনিয়োগ, ২৫ হাজার কর্মসংস্থান! নিউটাউনে তৈরি হচ্ছে বিরাট আইটি হাব
রামপুরহাট-মুরারই তৃতীয় লাইন (১৫৯ কিমি), পাঁশকুড়া-খড়গপুর ডাবিলং ৪৫ কিমি), লালগোলা-জিয়াগঞ্জ ডাবিলং (২৩ কিমি), কৃষ্ণনগর-বেথুয়াডহরি (২৮ কিমি) এবং নিউ কোচবিহার-গুমনিহাট ডাবিলংয়ের (২৯ কিমি) মতো প্রকল্পগুলি ব্যস্ত রুটগুলিতে যানজট কমিয়েছে এবং পরিচালন দক্ষতা উন্নত করেছে। আগামী দিনে বাংলার আরও বিভিন্ন রুটে কাজ হবে বলে দাবি করেছে রেল।