প্রীতি পোদ্দার, কলকাতা: কোভিডের আতঙ্ক ফিরে এল ২৬ এর শুরুতে। জানা গিয়েছে, ফের নতুন করে নিপা ভাইরাসে আক্রান্ত (Nipah Virus In Bengal) হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বর্ধমানে নতুন করে আরও দু’জনকে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসার অধীনে নিয়ে আসা হয়েছে। ঘটনার পরেই সক্রিয় হয়েছে রাজ্য। কেন্দ্রের তরফেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, কী ভাবে ওই জন নিপা ভাইরাসে আক্রান্ত হলেন, গত কয়েক দিনে তাঁরা কাদের সংস্পর্শে এসেছেন, সে সব খতিয়ে দেখা হচ্ছে। চলছে ‘কন্ট্যাক্ট টেস্টিং’-এর কাজ।
বাড়ছে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা
আক্রান্তদের মধ্যে একজন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের হাউসস্টাফ ও অন্যজন নার্স। জানা গিয়েছে, নতুন করে আক্রান্ত মেডিকেলের হাউসস্টাফ ও নার্স এঁরা দু’জনই সেই নার্সের সংস্পর্শে এসেছিলেন, যাঁর মধ্যে প্রথম নিপার লক্ষণ দেখা গিয়েছিল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, হাউস স্টাফকে ইতিমধ্যেই কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যেখানে সংক্রামক রোগের বিশেষ চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, মেমারীর বাসিন্দা ওই নার্সকে আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে জানা গিয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খতিয়ে দেখতে আক্রান্ত দুজনের সাম্প্রতিক গতিবিধি বিশ্লেষণ করা হয়েছে।
আরও পড়ুনঃ সংক্রান্তিতে কাঁপাবে শীত, শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া
কী এই নিপা ভাইরাস?
ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপা ভাইরাসকে একটি জুনোটিক সংক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। দূষিত খাবার গ্রহণের মাধ্যমে বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শেও নিপা ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। মানুষের ক্ষেত্রে এই সংক্রমণ কখনও খুব হালকা উপসর্গে সীমাবদ্ধ থাকতে পারে, আবার কোনও কোনও ক্ষেত্রে তা মারাত্মক আকার নিয়ে এনসেফালাইটিসের কারণও হতে পারে। সেই কারণে চিকিৎসকরা বেশ কিছু গাইডলাইন দিয়েছে, যা সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নীতি আরও কঠোর করা হয়েছে। প্রতিটি বিভাগের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মকর সংক্রান্তি থেকে সস্তায় হবে ভ্রমণ, ট্রেনের টিকিট নিয়ে বড় ঘোষণা রেলের
প্রসঙ্গত, গত সোমবার থেকে নিপা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে রাজ্যে। প্রথম উত্তর ২৪ পরগনার বারাসতের হাসপাতালে কর্মরত দুই নার্স আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে এক বেসরকারি হাসপাতালের ICU-তে ভর্তি আছেন তাঁরা। তাঁদের মধ্যে একজনের বাড়ি নদিয়ায় ও অপরজনের বাড়ি বর্ধমানের কাটোয়ায়। এরপরই ওই আক্রান্তদের সংস্পর্শে আসা বাকিদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিপা ভাইরাস ছোঁয়াচে এবং দ্রুত ছড়াতে পারে- এই কারণে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।