‘বাংলায় ফিরলে কত টাকার কাজ দেবেন?’ মমতাকে প্রশ্ন রাজস্থানের পরিযায়ী শ্রমিকের! ভাইরাল ভিডিও

প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের খবর প্রায়ই উঠে আসছে খবরের শিরোনামে। যা নিয়ে রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার ডাক দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার অর্থাৎ ২৮ জুলাই, বোলপুরের দলীয় কর্মসূচি থেকে তিনি ঘোষণা করলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ব্যাপারে ‘স্কিম’ বা প্রকল্প তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। তবে এবার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা নিয়ে মমতাকে প্রশ্নবাণ ছুঁড়লেন রাজস্থানের এক বাঙালি পরিযায়ী শ্রমিক।

ভাইরাল ভিডিও

সম্প্রতি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে একজন বাঙালি পরিযায়ী শ্রমিক, রাজস্থানে কাজের সূত্রে রয়েছেন তিনি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনাকে সম্পূর্ণ খারিজ করেন। তিনি সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভ নন্দন জানিয়ে বলেন, “এখানে ৯ থেকে ১০ লাখ, বাঙালি পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, তাঁদের কারোর উপর কোনো অত্যাচার হয়নি। প্রতিমাসে এখানে আমি ৩৫ হাজার টাকা রোজগার করতে পারছি শান্তিতে, কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে ফিরে আসতে বলছেন বাংলায় সেখানে গেলে প্রতি মাসে কত টাকা রোজগার করতে পারব?” শুধু তাই নয় তিনি সেই ভিডিওতে মমতাকে কটাক্ষ আরও বলেন যে, সঠিক সময়ে যদি রাজ্য সরকার কাজ দিত, তাহলে ভিন রাজ্যে তাঁদের কাজের জন্য আসতে হত না।

১০০ দিনের কাজ দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির এই পোস্ট ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক কটাক্ষ। অনেকেই ওই ব্যক্তির সপক্ষে কথা বললেও আবার অনেকে তৃণমূলকে সমর্থন করে একাধিক মন্তব্য করেছেন। এদিকে বোলপুরে পরিযায়ীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বলুন, কবে আসবেন? আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। এখানে আপনাদের রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। আপনাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে।” এমনকি তিনি এই প্রশাসনিক বৈঠকেই ১০০ দিনের কাজে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে যান শুভেন্দু! তারপরেই বিস্ফোরক অভিযোগ শেখ মইদুলের

উল্লেখ্য, কোভিড মহামারীর সময়ে বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বহু পরিযায়ী শ্রমিককে নিজেদের খরচে রাজ্যে ফিরিয়ে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেবারও তাঁদের বিনামূল্যে রেশন, চিকিৎসা, কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তাঁদের অনেকেই ফিরে যান নিজেদের কর্মস্থলে। বাংলায় থেকে গিয়েছিলেন অতি সামান্য শ্রমিক। এমতাবস্থায় ৫ বছর পর পরিস্থিতি এখন সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছে। বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এমন পরিস্থিতিতে তাঁদের উদ্ধারে সাহায্যের বার্তা দিল রাজ্য প্রশাসন।

Leave a Comment