বাংলায় বন্ধ আরও এক কারখানা! কামারহাটিতে তালা ঝুলল জুটমিলে, কর্মহীন প্রায় ১ হাজার

Kamarhati

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন বছর, চারিদিকে শুধুই খুশির আমেজ। আর এই আবহেই চরম সংকটে পড়ল কামারহাটির (Kamarhati) ১০০০ শ্রমিক। জানা গিয়েছে, বছর শুরু হতেই অনিশ্চয়তা দেখা গিয়ে জুটমিলে। তাই নতুন বছরের পাঁচ দিন কাটতে না কাটতেই কাজ হারালেন অনেকে। আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকেই উত্তেজনা ছড়াল কামারহাটির প্রবর্তক জুট মিলে। ব্যাপক চিন্তায় পড়লেন শ্রমিকরা।

বেড়েই চলেছে কাঁচাপাটের দাম

উল্লেখ্য, দেশজুড়ে চলছে কাঁচাপাটের সমস্যা, এই নিয়ে বিভিন্ন কারখানায় কম বেশি সংঘাত লেগেই রয়েছে। সম্প্রতি এই নিয়ে বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে একটি চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা শ্রমিক সংগঠন INTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ প্রভাবে কাঁচাপাটের দাম বৃদ্ধি এবং শ্রমিকদের কাজ চলে যাওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন। এখনও এই সমস্যা সমাধান নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই আবহে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল আরও একটি জুট মিল।

আরও পড়ুনঃ বিশ্বরেকর্ড, ভারত থেকে ৫০ বিলিয়ন ডলার iPhone রফতানি করল Apple

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুটমিল

ঘটনাটি ঘটেছে, কামারহাটির প্রবর্তক জুটমিলে। রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার সাতসকালে অন্যান্য দিনের মত, জুটমিলের শ্রমিকরা কাজ আসতে গিয়ে দেখেন, লোহার গেটে তালা ঝুলছে। এবং গেটের সম্মুখেই সাঁটিয়ে দেওয়া হয়েছে একটি নোটিস। যেখানে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল জুটমিলটি। আর এই নোটিস পাওয়া মাত্রই মাথায় বজ্রাঘাত হল শ্রমিকদের। এইসময় ছেলেমেয়েদের স্কুল-কলেজে ভর্তি করাতে হবে। তার মধ্যে সবে বছর পড়েছে, পাঁচ দিন কাজ হয়েছে, এইভাবে যে হঠাৎ করে প্রায় ১ হাজার শ্রমিকের কাজ চলে যাবে, কেউই আশা করতে পারেনি। যার দরুন এলাকা জুড়ে ছড়াল উত্তেজনা।

আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্তে ভিজছে বাংলাদেশ! ২৪ ঘণ্টার মধ্যেই খুন আরও দুই হিন্দু

কামারহাটি প্রবর্তক জুটমিলের মালিকপক্ষ কারখানা বন্ধের কারণ হিসেবে জানিয়েছেন যে, মিল চালানোর জন্য প্রয়োজনীয় কাঁচামালের অভাব এবং কাঁচাপাটের আকাশছোঁয়া দামের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য শ্রমিক পক্ষের দাবি অন্য। তাঁরা জানাচ্ছেন কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের জুট-শ্রমিকদের পাশে দাঁড়ানোর আবেদন নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছে দ্বারস্থ হয়েছেন।

Leave a Comment