প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। মুখ্যমন্ত্রীর সিংহাসন দখল নিয়ে ইতিমধ্যেই ভোট ময়দানে লড়াই করতে প্রস্তুত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের একাংশ। এ যেন এক হাড্ডাহাড্ডি লড়াই, এমতাবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার নতুন সমীকরণ নিয়ে আসছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার আগের চেয়ে অনেক বেশি সংখ্যক সংখ্যালঘু প্রার্থী দিতে চলেছে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে দলীয় সূত্র। সেক্ষেত্রে বাংলায় BJP কত আসন পাবে তাই নিয়ে এক কাল্পনিক সমীক্ষা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
এইমুহুর্তে লোকসভা নির্বাচন হলে কে কত আসন পাবে?
আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপির এই সংখ্যালঘুদের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন যে, বিজেপি এখন শুধু হিন্দু ভোট একত্রিত করার পরিবর্তে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভিন্ন কৌশল খুঁজছে। আসলে গতবার অনেক মুসলিম অধ্যুষিত আসনে বিজেপির তরফে হিন্দু প্রার্থী দেওয়া হয়েছিল, যা এবার আর করা হবে না। কিন্তু সেই পরিকল্পনায় কতটা সফল হতে চলেছে বিজেপি সেটাই দেখার। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২৯ টি আসন, বিজেপি পেয়েছিল ১২ টি আসন এবং কংগ্রেস পেয়েছিল মাত্র ১ টি। সেক্ষেত্রে MOTN বা মুড অফ দ্য নেশনের সার্ভে অনুযায়ী এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে তৃণমূলের আওতায় আসতে পারে ৩১ টি আসন, এবং বিজেপি পেতে পারে ১১ টি আসন আর কংগ্রেস ০।
বিধানসভায় কত আসন পাবে বিজেপি?
এদিকে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি কাল্পনিক সমীক্ষা উঠে এসেছে যে বাংলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস কে কেমন স্কোর করবে। আর তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে সেক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের ২১৭ টি আসন স্বাভাবিকভাবেই জিতে নিতে পারেন তৃণমূল। অন্যদিকে এই মুহূর্তে লোকসভায় যদি বিজেপি ১১ টি আসন দখল করতে পারে, সেক্ষেত্রে বিজেপি ৭৭ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় জানান গিয়েছে। অর্থাৎ ২০২১ এ বিজেপি যেই ফলাফলটি করেছিল, সেটাই হয়তো এবার রিপিট হতে চলেছে। আর সেটাই যদি বাস্তব ফলাফল হয় তাহলে এবারেও বিজেপি রাজ্যে সরকার গঠন করতে অপারগ হবে।
আরও পড়ুন: খুন থেকে অপহরণ! একা দেশরাজ সিং নয়, তার গোটা পরিবারই ক্রিমিনাল
বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট, বৃহস্পতিবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছিল বঙ্গ বিজেপিকে। তিনি বলেছিলেন, “সামনের বছর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা থাকলে ৫০টা আসন পেয়ে দেখাক। বাকি লড়াই আমরা বুঝে নেব। এরপর চতুর্থবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠনের পর পরের বছর আজকের দিনেই অর্থাৎ ২৮ আগস্ট আমরা জয়ধ্বনি দেব।”