প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর তাই রাজ্য জুড়ে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার কর্মসূচি জোর কদমে চলছে। আর তাতেই ক্রমেই বাড়ছে ম্যাপিংয়ে অমিল ভোটারের সংখ্যা। তার উপর রাজ্যের কয়েকটি জেলার জেলাশাসকের কাজ নিয়ে উস্মা প্রকাশ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এমতাবস্থায় SIR বিতর্কে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে বাংলায় এখনও অবধি মৃত ভোটারের (Dead Voters In Bengal) সংখ্যা ২১ লক্ষের বেশি দাঁড়িয়েছে।
ক্রমেই বেড়ে চলেছে মৃত ভোটারের সংখ্যা
নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে সোমবার সকাল দশটা পর্যন্ত আন-কালেক্টেড ফর্মের সংখ্যাটা দাঁড়াল ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬। আর এই আন-কালেক্টেড ফর্মের মধ্যে যেমন রয়েছে অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে এমন ভোটারের সংখ্যা ঠিক তেমনই রয়েছে মৃত ভোটারের সংখ্যা। অন্যদিকে ক্রমেই বাড়ছে ম্যাপিংয়ে অমিল ভোটারের সংখ্যা। এত কিছুর মাঝেই এবার মৃত ভোটারের সংখ্যা নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন, যা শুনে রীতিমত চক্ষু চড়কগাছ সকলের।
মৃত ভোটারের ক্ষেত্রে এগিয়ে কোন জেলা?
নির্বাচন কমিশনের রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ ১ ডিসেম্বর সোমবার সকাল দশটা পর্যন্ত এখনও অবধি ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই মৃত ভোটারের তালিকার ক্ষেত্রে জেলার হিসেব অনুযায়ী সবচেয়ে উপরে রয়েছে উত্তর ২৪ পরগনার নাম। এখানে ডেড বা মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৩৩৭ জন। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা, তাদের সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ৫৭ হাজার ১৪৩ এবং ১ লক্ষ ৩৯ হাজার ৯ জন। এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই দুই জেলায় মৃত ভোটারের সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ২ হাজার ৩৯৮ এবং ১ লক্ষ ১ হাজার ৪৫৭ জন।
আরও পড়ুন: ‘নেই সিরিয়াল নম্বর, OMR-র কার্বন কপি!’ পুলিশ নিয়োগ পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ শুভেন্দুর
মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে খবর, এখনও যেহেতু একাধিক জেলায় আন কালেক্টেড ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বুথ লেভেল অফিসারদের কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন সম্প্রতি স্পেশ্যাল অবজার্ভার পদে নিযুক্ত সুব্রত গুপ্ত। তাঁর অভিযোগ অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। শুধু তাই নয় স্থানীয় প্রশাসনের কর্তারাও নাকি BLO-দের একেবারে শেষ মুহূর্তে তথ্য আপলোডের নির্দেশ দিয়েছেন। আর তাতেই ক্ষুব্ধ কমিশন। তাই বলা হচ্ছে এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি শেষ বাংলার মৃত ভোটারের আসল সংখ্যাটা বেরিয়ে আসবে।