সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেল নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বর্তমানে দেশের কোটি কোটি মানুষের পছন্দের যান হল এই ট্রেন। প্রতিদিন বেশিরভাগ মানুষ এই ট্রেনে করেই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। এদিকে এত বড় রেল নেটওয়ার্ক চালানো কিন্তু মুখের কথা নয়। যাইহোক, তবে আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক রেল রুট সম্পর্কে তথ্য দেব যেখানে সারাদিনে মাত্র ১টি ট্রেন চলে। এছাড়া স্টেশন খোলা থাকে মাত্র ৩ ঘণ্টার জন্য। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
বাংলার অভিনব এই রেল রুট সম্পর্কে জানেন?
সবথেকে বড় কথা, আজ যে রেল রুটটি সম্পর্কে আলোচনা করব সেটি কিন্তু স্বল্প দূরত্বেরও নয় আবার। আজ কথা হচ্ছে ৫৬ কিলোমিটার দির্ঘ বাঁকুড়া-ময়নাপুর রেল রুট নিয়ে। এই অভিনব রেল রুটের প্রত্যেকটি স্টেশন সারাদিনে মাত্র ৩ ঘণ্টার জন্য খোলা থাকে। ট্রেন নম্বর ৬৮০৯৬ বাঁকুড়া-ময়নাপুর মেমু (Bankura Maynapur Memu) প্রতিদিন চলাচল করে।
বাঁকুড়া-ময়নাপুর মেমুর সময়সূচী
এই রুটে সারাদিনে মাত্র ১টি ট্রেনই চলে। স্টেশনগুলি থাকে মাত্র ৩ ঘণ্টার জন্য। এই ট্রেনটি প্রতিদিন সন্ধে ৬টার সময়ে বাঁকুড়া জংশন স্টেশন থেকে ছাড়ে। এরপর ট্রেনটি সন্ধে ৭:১৫ মিনিটে ময়নাপুর স্টেশনে পৌঁছায়। আবার একই দিনে ট্রেনটি বাঁকুড়া জংশন স্টেশনের দিকে ফিরে আসে। সারাদিনে এই একটি মাত্র ট্রেনই চলে এই রুটে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
ট্রেন চলাচলের সময়ে টিকিট কাউন্টার খোলে, তায় কিনা শুধুমাত্র ৩ ঘণ্টার জন্য, এরপর আবার তা বন্ধ হয়ে যায়। আপনিও কি ট্রেনে উঠতে ভালোবাসেন? ট্রেনে করে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করেন? তাহলে এই রুটে একবার হলেও ঘুরে আসতে পারেন।