বাংলায় রেল দুর্ঘটনা, হাওড়া ডিভিশনের ব্যান্ডেলে ট্রেনের তলায় পাঁচটি প্রাণ, ব্যাহত পরিষেবা

Bandel

সৌভিক মুখার্জী, কলকাতা: হাওয়া ডিভিশনের হাওড়া-কাটোয়া লাইনের ব্যান্ডেল স্টেশনের (Bandel) কাছে কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, রেললাইনে ঢুকে পড়ে পাঁচ-পাঁচটি মোষ। আর ট্রেনের ধাক্কায় কার্যত সবকটির মৃত্যু হয়েছে। দুটি মোষ পুরোপুরি ট্রেনের তলায় চাপা পড়ে আটকে রয়েছে। আর বাকি তিনটি রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভয়াবহ দুর্ঘটনা রেললাইনে

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, মোষগুলি হয়তো এলাকারই ছিল। হঠাৎ করে তারা রেললাইনের উপরে চলে আসে। আর ঠিক তখনই একটি ইন্সপেকশন ট্রেন ওই লাইন দিয়ে যাচ্ছিল। কিন্তু ট্রেনটি গতি সামলাতে না পেরেই ধাক্কা মারে ওই পাঁচটি মোষকে। আর এতে জায়গায় মৃত্যু হয় মোষগুলির।

আরও পড়ুন: মিথুন রাশির রাশিফল ২০২৬: স্বাস্থ্য, প্রেম, ব্যবসা ও প্রতিকার

সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় ট্রেনটি কোনও সাধারণ প্যাসেঞ্জার ট্রেন ছিল না, বরং একটি ইন্সপেকশন ট্রেন ছিল। তবে ট্রেনে বহু রেলের আধিকারিকরা ছিল। তাই যাত্রীদের প্রাণহানি বা বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু প্রাণহানি না ঘটলেও ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার পর থেকে রেললাইনে এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দুটি মোষ এখনও পর্যন্ত ট্রেনের নিচে আটকে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত সাফাই ও উদ্ধারকার্য সম্ভব হচ্ছে, ততক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, মোষগুলি হয়তো আমাদের এলাকারই। হঠাৎ করে রেল লাইনে চলে আসে। আর তাতেই এই অবস্থা। খুবই মর্মান্তিক ঘটনা।

Leave a Comment