বাংলায় SIR শুরুর দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

West Bengal SIR

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের (West Bengal SIR) দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সোমবার সাংবাদিক সম্মেলনের বৈঠক করে জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দিলেন, মঙ্গলবার থেকেই বাংলায় এসআইআরের কাজ শুরু করছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সাড়ে সাত কোটি ভোটদাতা সেখানে অংশগ্রহণ করেছে। এবার দেশের ১২ রাজ্যে এসআইআর হবে। তালিকায় রয়েছে বাংলাও। এসআইআরের সময় বহু কর্মী কমিশনের সঙ্গে কাজ করে। প্রতি ১০০০ ভোটার পিছু রয়েছে একটি করে ভোট গ্রহণ কেন্দ্র। একটি বিধানসভা কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ ভোট গ্রহণ কেন্দ্র থাকবে। আর সমস্ত কেন্দ্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকবে। তার অধীনেই কাজ করবে বিএলওরা।

মঙ্গলবারে বসবে বৈঠক

কমিশনের তরফ থেকে আজ স্পষ্ট জানানো হল, যে সমস্ত রাজ্যেই এবার এসআইআর ঘোষণা হতে চলেছে। এমনকি সেখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল বৈঠক করবেন কর্মীরা। তবে এও জানানো হয়েছে, বাংলা সহ মোট ১২টি রাজ্যে কাল থেকে শুরু হবে এসআইআরের প্রক্রিয়া।

আরও পড়ুনঃ কাকদ্বীপের পর ঘাটাল! রাতের অন্ধকারে ঘট ভেঙে কালী মূর্তি তুলে পুকুরে ফেলল অজ্ঞাতরা

উল্লেখ করার বিষয়, ২০০৩ সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনওরকম কাগজ দিতে হবে না। তবে যদি সেখানে কোনও যোগ না পাওয়া যায়, অর্থাৎ বাবা-মায়ের নাম না থাকে, তাহলে ইআরও নোটিশ জারি করবে। আর নোটিশের পরেই শুনানি হবে। কমিশনের সাইটে গিয়েই ম্যাচিং ভোটাররা নিজেরা তা করে নিতে পারবে। তবে সেক্ষেত্রে কিছু প্রশ্ন করা হতে পারে। যেমন ওই সময় সংশ্লিষ্ট ভোটাররা কোথায় ছিলেন বা তার বাবা-মা কোথায় ছিলেন। এমনকি উল্লেখ করার বিষয়, যে সমস্ত রাজ্যে আগেই এসআইআর নির্ধারণ করা হয়েছে, সেখানকার ভোটার তালিকা সোমবার রাত বারোটা নাগাদ ফ্রিজ করে দেওয়া হবে।

Leave a Comment