সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার রাজ্য রাজনীতিতে ফের হাওয়া গরম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবার বড়সড় ঘোষণা করে বসলেন। হ্যাঁ, জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া নিয়ে সরাসরি জানিয়ে দিলেন যে, বাংলায় SIR হবে না। একজনেরও নাম বাদ পড়লে লক্ষ লক্ষ বাঙালিকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করা হবে।
SIR নিয়ে কেন বিতর্ক?
সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন SIR প্রক্রিয়া চালু করেছিল। শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই তা বাংলাতে চালু হতে পারে। আর এই প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা পর্যালোচনা করা হবে, যা নিয়ে রাজ্যের শাসকদল বাঙালি অস্মিতার আঘাতের প্রসঙ্গ তুলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই বিষয়ে কড়া জবাব দিয়েছিলেন। আর এবার সেই সুরে সুর মেলালেন অভিষেক।
দিল্লিতে রাহুল গান্ধীসহ বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যারা ‘হ্যাঁ স্যার’ বলে নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে সতর্ক করছি। বাংলার ভোটার তালিকা থেকে কোনো বাঙালির নাম যদি বাদ পড়ে, তাহলে লক্ষ লক্ষ বাঙালিকে নিয়ে গিয়ে কমিশনের অফিস ঘেরাও করা হবে।
এদিকে SIR ইস্যুর পাশাপাশি অভিষেক ফের সরব হয়েছে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা নিয়ে। তিনি মনে করিয়ে দেন যে, কলকাতা হাইকোর্ট 1 আগস্ট থেকে ফান্ড রিলিজের নির্দেশ দিলেও কেন্দ্র সরকার তা মানেনি। তিনি বলেছেন, এটা আদালতের অবমাননা। আমরা আগেও এর বিরুদ্ধে আন্দোলন করেছি, এবারও তা করব।
In our discussion on SIR, all the opposition parties in the INDIA bloc unanimously condemned the way the @ECISVEEP is dancing to the @BJP4India’s tune. On 11th August, a delegation from the INDIA bloc including representatives from AITC, will visit the Election Commission to put… pic.twitter.com/66r2HkGshj
— All India Trinamool Congress (@AITCofficial) August 8, 2025
আরও পড়ুনঃ উন্নত AI ফিচার্স, 6000mAh ব্যাটারি! ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হল Tecno Pova 7 5G
এদিন অভিষেক জানিয়েছেন, SIR প্রশ্নে INDIA জোটের অন্যান্য দলগুলোও একমত। আগামী 11 আগস্ট বিরোধী সংসদরা জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার কর্মসূচিতে অংশ নিতে পারে। এদিকে লোকসভার দলনেতা হওয়ার পরই অভিষেক স্পিকারের সঙ্গে দেখা করে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণের দাবি সংসদে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, সেই আলোচনায় কেন্দ্র তেমন আগ্রহ দেখায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে আগামী দিনে সংসদ আরও উত্তপ্ত হতে পারে।