বাংলার আকাশে ফের দুর্যোগ! নিম্নচাপ বদলে যাচ্ছে ঘূর্ণাবর্তে! কোথায় হবে ল্যান্ডফল?

Weather

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। জগদ্ধাত্রী পুজোতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস। জানা যাচ্ছে, ২৭ অক্টোবর সোমবারের মধ্যেই উপকূলে আবারও সতর্কবার্তা জারি হতে পারে। এদিকে ২৮ অক্টোবর মঙ্গলবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একের পর এক নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। কী বলছে আবহাওয়া (Weather) দপ্তর? জানুন আজকের প্রতিবেদনে।

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা?

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ঘূর্ণাবাতে পরিণত হওয়ার পর দক্ষিণ-পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আরব সাগরে মূলত এই সিস্টেম আরও শক্তিশালী হয়ে উঠবে। তবে এর ল্যান্ডফলের সম্ভাবনা অনেকটাই কম। জানা যাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সোমবার সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর শনিবার সুস্পষ্ট নিম্নচাপ রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে। এমনকি রবিবার তা অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে।

রিপোর্ট অনুযায়ী, এই সিস্টেম পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক দিয়ে দক্ষিণ-পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় আকারে আত্মপ্রকাশ করবে। আর এই ঘূর্ণিঝড়ের অভিমুখ মূলত উত্তর-পশ্চিম দিকেই থাকবে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে। আর সপ্তাহন্তে পূর্ব ভারত দিয়েই তা পাস করবে। এমনকি নতুন করে সোমবার উত্তর-পশ্চিম ভারতের এলাকাগুলোতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কী বলছে?

উল্লেখ্য, আজ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। তবে কাল উপকূলের কাছাকাছি আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আলিপুর। রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে। পাশাপাশি সোমবার রাতে ও ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাগুলিতেই। আর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

এদিকে বৃষ্টির সঙ্গে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলোতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলে খবর। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রয়েছে পাঁচ জেলায় বৃষ্টির সতর্কবার্তা।

আরও পড়ুনঃ বলিউডে ফের শোকের ছায়া! ৭৪ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ

উত্তরবঙ্গের আবহাওয়া কী বলছে?

উত্তরবঙ্গ নিয়ে যদি কথা বলি, তাহলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। আর সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্জা কেটে যাওয়াতে আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে।

Leave a Comment