সহেলি মিত্র, কলকাতা: এবার বাংলাতেই আপনি দেখতে পাবেন এক টুকরো অস্ট্রেলিয়া। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। বর্তমান সময় বাংলার বুকে থাকা এমন একটি জায়গা যাকে কিনা ‘রঙিন পাহাড়’ বলা হয় সেটি পর্যটকদের মন মাতাচ্ছে। না না এর জন্য আপনাকে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতেও হবে না কিংবা দার্জিলিং, সিকিম-এর মতো জায়গায় যেতে হবে না। এই রঙিন পাহাড় দেখতে আপনাদের মা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে ঝাড়গ্রাম জেলায় যেতে হবে।
বাংলার বুকেই রয়েছে এক টুকরো অস্ট্রেলিয়া
ঝাড়গ্রামে থাকার রঙিন পাহাড় পর্যটন শিল্পের এক অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন। বিগত বেশ কিছু বছরে সোশ্যাল মিডিয়ায় এই রঙিন পাহাড় কে নিয়ে নানারকম আর্টিকেল থেকে শুরু করে ছবি ভাইরাল হয়েছে। এরপর চাক্ষুষ দেখতে সত্যিই এই রঙিন পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এখন আপনি নিশ্চয়ই পাচ্ছেন যে এই রঙিন পাহাড় ঝাড় গ্রামের ঠিক কোথায় গেলে আপনি দেখতে পাবেন?
কীভাবে যাবেন রঙিন পাহাড়?
এই রঙিন পাহাড়টি ঝাড়গ্রামের (Rongin Pahar Jhargram) স্থানীয় মানুষদের কাছে আবার ‘খাদান ডুংরি’ নামে বেশি পরিচিত। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘুরতে এসে ওদলচুয়া গ্রামের মধ্য দিয়ে কিছুটা গিয়ে তারপর কয়েকশো মিটার জঙ্গল পড়বে। সেই জঙ্গল পেরিয়ে গেলেই আপনি দেখতে পাবেন রঙিন পাহাড়। এই পাহাড়টি দেখলে মনে হবে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে নানা রঙের মাধ্যমে। তবে বাস্তবে সূর্যের আলো প্রতি দেখা যাচ্ছে লাল হলুদ সাদা রঙের পাথর যার অপরূপ সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে অস্ট্রেলিয়ার উলুরু পাহাড়ের। ইন্টারনেট ঘাঁটলে আপনি এরকম পাহাড় বিশ্বের শুধুমাত্র একমাত্র অস্ট্রেলিয়াতেই দেখতে পাবেন, যেখানে পাহাড়ের উপর সূর্যের আলো পড়লে পাথরের রং পরিবর্তন হতে শুরু করে। কিন্তু এখানে রং পরিবর্তন হয়নি, একেবারে রঙিন পাথর দিয়েই তৈরি হয়েছে এই পাহাড়।
আরও পড়ুনঃ ২০২৫ সালে মা দুর্গার আগমন ও গমন কীসে? শুভ নাকি অশুভ সংকেত, জেনে নিন
যত সময় গেছে ততই বেলপাহাড়ের এই অপরূপ জায়গায় পর্যটকদের ভিড় বাড়ছে। এই জায়গা যেন ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রের এক নতুন পালক যুক্ত করেছে। বেলপাহাড়ি মানেই পাহাড়, ঝর্ণা রয়েছে। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই জায়গার আলাদাই ভালো লাগার। আর সেই ভালোলাগার সঙ্গে যুক্ত হয়েছে এই রঙিন পাহাড়।