বাংলার বাড়ি, পথশ্রী নিয়ে বড় নির্দেশ নবান্নর

nabanna

সহেলি মিত্র, কলকাতা: বাংলার বাড়ি এবং পথশ্রী প্রকল্প নিয়ে সামনে এল বড় আপডেট। ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে এই দুই কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিল নবান্ন (Nabanna)। একদিকে যখন SIR নিয়ে উত্তাল বাংলা, তখন নবান্ন থেকে এল বড় বার্তা। বলা হল, উন্নয়নের কাজ যেন থমকে না যায়, জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করতে হবে।

নবান্নের নজরে বাংলার বাড়ি, পথশ্রী

জানা গিয়েছে, শনিবার মুখ্য সচিব মনোজ পন্থ নবান্নে জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে একটি বৈঠক করেন এবং তাদের নির্দেশ দিয়েছেন যে চলমান উন্নয়ন প্রকল্প এবং রাষ্ট্র পরিচালিত প্রকল্পগুলি পূর্ণ গতিতে অব্যাহত রাখতে হবে। এর পাশাপাশি বিশেষ নিবিড় সংশোধন (SIR) সম্পর্কিত কাজ যাতে ঠিকভাবে হয় সেটাও সুনিশ্চিত করতে হবে।

এই প্রসঙ্গে নবান্নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মুখ্যসচিব চলমান প্রকল্পগুলির অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন এবং সমস্ত প্রকল্পের সময়সীমা পূরণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এদিনের হাইভোল্টেজ বৈঠকে বিভিন্ন বিভাগের সচিবরাও উপস্থিত ছিলেন। এই বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে অনেক সরকারি কর্মকর্তা নির্বাচন-সম্পর্কিত দায়িত্ব পালন করছেন এবং আগামী মাসগুলিতেও তা অব্যাহত থাকবে। ২০২৬ সালের এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, যে কারণে নতুন করে কাজের অগ্রগতি সম্পর্কে সকলকে আরও সজাগ করেছে নবান্ন।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বড় আপডেট

সূত্রের খবর, মুখ্য সচিব ‘আমার পাড়া, আমার সমাধান’ ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আওতায় গৃহীত কাজ যথাসময়ে সম্পন্ন করার এবং সেই অনুযায়ী রিপোর্ট জমা দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেটদের মৃত বিএলওদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশও দেন।

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে ভোটার তালিকার এসআইআর-এর সাথে সম্পর্কিত কাজের চাপ সামলাতে না পেরে বেশিরভাগ বিএলও আত্মহত্যা করেছেন। তিনি কর্মকর্তাদের বাংলার বাড়ি প্রকল্পের অধীনে কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার এবং গ্রামীণ রাস্তা নির্মাণের চলমান গতি বজায় রাখার নির্দেশও দিয়েছিলেন।

Leave a Comment