বাংলার মাটির তলায় লুকিয়ে ১.৪ লক্ষ কোটির অমূল্য রতন! রাজ্যকে জানাল কেন্দ্র

Rare Earth Elements Mine In West Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: গভীর মাটির স্তরেই এবার লুকিয়ে রয়েছে মহামূল্য খনিজ সম্পদ। তবে অন্য কোথাও নয়, সেই গুপ্তধনের খোঁজ মিলল খোদ বাংলার মাটিতেই! এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করল কেন্দ্রীয় সরকার। তেল, প্রাকৃতিক গ্যাস ও ম্যাঙ্গানিজের পরে পশ্চিমবঙ্গের মাটির তলায় এবার বিরল খনিজের ভান্ডারের খোঁজ দিল কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রক।

বাংলার মাটিতেই রয়েছে বিরল খনিজ ভান্ডার!

তেল ও গ্যাসের সন্ধানে ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার অশোকনগর খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উভয়েরই সন্ধান পাওয়া গিয়েছে। তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার কাঁকপুল ও নদিয়ার রানাঘাটে প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের সন্ধান পেয়েছিল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ONGC। এমতাবস্থায় রাজ্যের খনিজ সম্পদের ভাণ্ডার নিয়ে এবার রাজ্যসভায় প্রশ্ন তুললেন বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। আর সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষেণ রেড্ডি এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কালাপাথর-রঘুডিহ ব্লকে ৬.৭০ লক্ষ মিলিয়ন টন রেয়ার আর্থ এলিমেন্টসের ভান্ডার মজুত রয়েছে।

Rare Earth Elements Mine In West Bengal

বিস্ফোরক তথ্য কেন্দ্রের

বেশ কিছু দিন ধরেই পশ্চিমবঙ্গের মাটির তলায় তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। গত বছর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল যে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং হাইড্রোকার্বনের ভান্ডার রয়েছে। আর এই আবহে এবার প্রকাশ্যে আসল বিরলতম খনিজের ভাণ্ডার। কয়লা ও খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বৈদ্যুতিন, পুনর্নবীকরণ শিল্প এবং প্রতিরক্ষা ক্ষেত্রের চাহিদার কথা মাথায় রেখে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই এই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে এই খনিজ মূলত বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করার ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয়। আর এই বিরল খনিজের ভান্ডার নিয়ে শমীকের দাবি, এই ভান্ডারের আনুমানিক অর্থ মূল্য হতে পারে প্রায় ১.৪০ লক্ষ কোটি টাকা। কিন্তু রাজ্য সরকার সঠিকভাবে সেই তথ্য পাঠায়নি কেন্দ্রকে।

আরও পড়ুন: ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ! বাংলায় সাসপেন্ড চার আধিকারিক, FIR-র নির্দেশ

মমতাকে তোপ শমীকের

পশ্চিমবঙ্গে খনিজের ভাণ্ডার নিয়ে বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছে যে, মাটির তলায় মজুত থাকা খনিজ সম্পদকে ব্যবহার করে মুহূর্তেই বিপুল পরিবর্তন হতে পারে রাজ্যের আর্থিক ছবি। কিন্তু সেই কাজে বাঁধা দিচ্ছে মমতা সরকার। একই দাবি বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর দাবি সম্পূর্ণ আর্থিক চিত্র বদলে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছে করেই তৃণমূল কংগ্রেস কালাপাথর-রঘুডিহ ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য কেন্দ্রকে পাঠায়নি রাজ্য। ফলে বন্ধ থাকছে গোটা প্রক্রিয়াটি। শুধু তাই নয় যেখানে বিপুল কর্মসংস্থানের সুযোগ ছিল সেখানেও বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে সরকার।

Leave a Comment