সহেলি মিত্র, কলকাতা: ২০২৫ সালের শেষে বিরাট জয় হল বাংলার রেশন ডিলারদের (Ration Dealer)। অবশেষে তাঁদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিল কেন্দ্রীয় সরকার। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের সঙ্গে রেশন ডিলারদের বৈঠকে খাদ্যশস্যে কুইন্টাল পিছু কমিশন বাড়ানোর দাবি নীতিগত ভাবে মেনে নিয়েছে কেন্দ্র।
রেশন ডিলারদের কমিশন বাড়াল কেন্দ্রীয় সরকার
তবে কতটা কমিশন বাড়াল কেন্দ্রীয় সরকার? সেই অঙ্কের পরিমাণ জানা না গেলেও এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। কমিশন কী হারে বাড়বে তা জানা যাবে কেন্দ্রীয় বাজেটে বলে জানালেন তিনি। এর পাশাপাশি বিশ্বম্ভর বসুর হুঁশিয়ারি, ‘আমাদের দাবি, রেশন ডিলারদের আয় যাতে মাসিক পঞ্চাশ হাজার টাকা করে হয়। সেই অনুপাতে কমিশন না বাড়ানো হলে ১৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামতে বাধ্য হব।’
আরও পড়ুনঃ মহিলারা পাবেন ১০০০ টাকা পেনশন, বছর শেষের আগে রাজ্য সরকারের নয়া স্কিম
গুজরাটের রেশন ব্যবস্থা নিয়ে বিরোধিতা
উল্লেখ্য, সম্প্রতি গুজরাত সরকার রেশনের পরিবর্তে ফুড কুপন ও গ্রাহকের ব্যাঙ্কে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল কেন্দ্রকে। বৈঠকে ওই উদ্যোগের বিরোধিতা করেছেন বিশ্বম্ভরেরা। সংগঠনের মতে, ওই উদ্যোগ আসলে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার দিকে প্রথম পদক্ষেপ। ইতিমধ্যেই পুদুচেরিতে সরাসরি গ্রাহকদের টাকা পৌঁছে দেওয়ার প্রকল্প ব্যর্থ হয়েছে।
আরও পড়ুনঃ দূষণ রুখতে ঝাড়খণ্ড সীমান্তে প্রায় ৮০০ কিমির ‘সবুজ প্রাচীর’ নির্মাণ করছে পশ্চিমবঙ্গ সরকার
রেশনে পুষ্টিকর চাল তোলার ব্যাপারে গ্রাহকদের আগ্রহ না থাকায় তা বন্ধ করার জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছে রেশন ডিলার সংগঠন। বিশ্বম্ভর বলেন, “এতে সরকারের ১৪ হাজার কোটি টাকা বাঁচবে। পুষ্টিকর চালের পরিবর্তে গ্রাহক পিছু সাধারণ চালের পরিমাণ বাড়িয়ে দেওয়া হোক।”