বাংলার ৩টি আর্থিক সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করল RBI, আপনার টাকা নেই তো?

RBI 1

সহেলি মিত্র, কলকাতাঃ আর্থিক দুর্নীতি আটকাতে ফের একবার কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। বৃহস্পতিবার আরবিআই পশ্চিমবঙ্গ এবং চণ্ডীগড় ভিত্তিক চারটি নন-ব্যাংকিং আর্থিক সংস্থার (NBFC) রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করেছে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করেছে আরবিআই? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বাংলার ৩টি আর্থিক সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করল RBI

জানা গিয়েছে, আরবিআই যে আর্থিক সংস্থাগুলির রেজিস্ট্রেশন বাতিল করেছে সেগুলি হল মধ্যে পশ্চিমবঙ্গ ভিত্তিক গেম ইনভেস্টমেন্টস অ্যান্ড ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ভিস্টার ফাইন্যান্সিয়ালস এবং অম্বিকা বার্টার প্রাইভেট লিমিটেড এবং চণ্ডীগড় ভিত্তিক শ্রী লক্ষ্মী ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ১৯৩৪ সালের আরবিআই আইনের ৪৫-আইএ(৬) ধারার অধীনে আরবিআই-এর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও, আরও চারটি এনবিএফসি তাদের সার্টিফিকেট নিজে থেকে জমা দিয়ে দিয়েছে।

এর মধ্যে রয়েছে ওয়াইজি ক্যাপিটাল লিমিটেড, যা একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অবসানের কারণে তাদের নিবন্ধনের সার্টিফিকেট জমা দিয়েছে। ইন্টেল ইনভোফিন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি অনিবন্ধিত মূল বিনিয়োগ কোম্পানি হিসেবে মানদণ্ড পূরণ না করার কারণে তাদের নিবন্ধনের সার্টিফিকেট জমা দিয়েছে। গঙ্গোত্রী কমোডিটিজ অ্যান্ড ফিনভেস্ট প্রাইভেট লিমিটেড এবং পারকিন ডিলার্স প্রাইভেট লিমিটেড তাদের সার্টিফিকেট সমর্পণ করেছে।

আরও পড়ুনঃ এই ৩০টি ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের দিতেই হবে OTP, জানিয়ে দিল রেল

এই সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করল RBI

বৃহস্পতিবার ওড়িশার পারালখেমুন্ডিতে অবস্থিত কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উপর ১৩,০০০ টাকা জরিমানা আরোপ করেছে আরবিআই। একটি সরকারী বিবৃতি অনুসারে, পূর্ব অনুমোদন ছাড়াই মূলধন ব্যয় করা এবং চারটি ক্রেডিট তথ্য কোম্পানির কাছে গ্রাহকদের ঋণ তথ্য জমা দিতে ব্যর্থ হওয়া সহ আরবিআইয়ের নির্দেশাবলী লঙ্ঘনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরবিআই পর্যায়ক্রমে এনবিএফসি এবং সমবায় ব্যাংকগুলি পর্যালোচনা করে এবং প্রয়োজনে ব্যবস্থা নেয়।

Leave a Comment