সহেলি মিত্র, কলকাতা: কিছু রেশন কার্ডধারীদের (Ration Card) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সরকার। রেশন তালিকা থেকে বাদ দেওয়া হল কয়েক লক্ষ নাম। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে রেশন কার্ড সাধারণ মানুষের জন্য একটি সহায়ক এবং গুরুত্বপূর্ণ জিনিস। এই কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বা বিনামূল্যে রেশন পাওয়া যায়। যদিও খবর অনুযায়ী, সরকার সম্প্রতি রেশন কার্ড থেকে ২.২৫ কোটি মানুষের নাম বাদ দিয়েছে। যাচাই-বাছাইয়ের সময় সরকার জানতে পেরেছে যে, অনেক মানুষ দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তির নামে রেশন পাচ্ছিলেন।
বাংলার ৫ লক্ষ রেশন কার্ড বাতিল করল সরকার
এছাড়াও, যারা যোগ্যতার মানদণ্ড পূরণ করেননি তারাও সুবিধা পাচ্ছেন। সরকার এই বিষয়টি ক্রমাগত তদন্ত করছে। তারা বিশ্বাস করে যে রেশন কার্ডের মাধ্যমে প্রদত্ত সাশ্রয়ী মূল্যের বা বিনামূল্যের রেশন কেবল অভাবীদের পাওয়া উচিত। যাইহোক, যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি পরিমাণে রেশন কার্ড বাতিল করা হয়েছে এমন ১০টি রাজ্যেরও নাম প্রকাশ করেছে কেন্দ্র। জানলে অবাক হবেন, সেই তালিকায় কিন্তু নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। এই রাজ্যের ৫ লক্ষ রেশন কার্ড বাতিল। করেছে কেন্দ্রীয় সরকার।
ভোক্তা বিষয়ক খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্বানিয়া সংসদে জানান, সিবিডিটি, এমওআরটিএইচ, এমসিএ এবং সিবিআইসি সহ একাধিক সরকারি ডাটাবেসে ডেটা বিশ্লেষণ করে এবং গ্রাহকদের রেকর্ডের ক্রস ম্যাচিং করে এই মেগা অভিযান চালানো হয়। রেশন কার্ড বাতিল করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখা হয়েছিল। মূলত ‘সাইলেন্ট’ রেশন কার্ড (নিষ্ক্রিয়), ডুপ্লিকেট রেশন কার্ড, একক রেশন কার্ড ওঁ পাকাপাকি ভাবে বিদেশে চলে যাওয়া বা মৃত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল কড়া হয়েছে।
কোন কোন রাজ্যের রেশন কার্ড বাতিল করেছে সরকার?
চলুন এক নজরে জেনে নেওয়া যাক কোন কোন রাজ্যের কতজনের রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র। এক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের বিহারের ১৬ লক্ষ ৮৬ হাজার ২৬৬ রেশন কার্ড বাতিল হয়েছে ও এখনও পর্যন্ত ২০২৫ সালে বাতিল হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার রেশন কার্ড। অপরদিকে হরিয়ানায় এখন পর্যন্ত বাতিল হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৭৪ রেশন কার্ড। উত্তরপ্রদেশের কথা বলতে গেলে, ২০২৪ সালে বাতিল হয়েছে ৮ লক্ষ ৪১ হাজার রেশন কার্ড। সেইসঙ্গে ২০২৫ সালে প্রায় ৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গের কথা বললে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৫ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশে ২০২৪ সাল পর্যন্ত বাতিল হয়েছে ৭.০৪ লক্ষ রেশন কার্ড। ২০২৫ সাল পর্যন্ত বাতিল হয়েছে ২.৬০ লক্ষ রেশন কার্ড।এছাড়াও, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল করেছে সরকার।
রেশন তালিকা থেকে আপনারও নাম বাদ পড়েছে কিনা এভাবে পরীক্ষা করুন
ধাপ ১- প্রথমে আপনাকে nfsa.gov.in এ যেতে হবে ।
ধাপ ২- এখন এখানে রেশন কার্ড বিকল্পটি নির্বাচন করুন।
ধাপ ৩- এর পর রাজ্য পোর্টালগুলিতে রেশন কার্ডের বিবরণে ক্লিক করুন।
ধাপ ৪- এখানে আপনার রাজ্য, জেলা এবং ব্লকের নাম ইত্যাদির মতো প্রয়োজনীয় বিবরণ লিখুন।
ধাপ ৫- এখন রেশন দোকান এবং কার্ডের ধরণ নির্বাচন করুন।
ধাপ ৬ – এই ধাপগুলি সম্পন্ন করার পর, একটি তালিকা খুলবে। যদি আপনার নাম এই তালিকায় উপস্থিত হয়, তাহলে এর অর্থ হল আপনার রেশন কার্ড সক্রিয়। যদি না থাকে, তাহলে এর অর্থ হল আপনার নাম কার্ড থেকে সরানো হয়েছে।