বাংলা জুড়ে সোনার খনি, বদলে যাবে ভারতের চিত্র! কোথায় কোথায় মিলল হলুদ ধাতুর সন্ধান?

West Bengal Mineral Servey

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়চড়িয়ে উঠছে। এমতাবস্থায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত উত্তরে পশ্চিমবঙ্গে খনিজ সমীক্ষা ও মূল্যায়ন সংক্রান্ত (West Bengal Mineral Survey) বিস্তারিত তথ্য পেশ করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে বাংলার নানা জায়গায় রয়েছে সোনালি ধাতুর খনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ভাসছে রাজ্যবাসী।

রাজ্যে চলছে ৩৮টি খনিজ অনুসন্ধান প্রকল্প

সম্প্রতি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যসভায় পশ্চিমবঙ্গে খনিজ সমীক্ষা ও মূল্যায়ন সংক্রান্ত প্রশ্ন তুলেছিলেন, আর সেই প্রশ্নের জবাব এবার তুলে ধরল কেন্দ্রীয় খনি মন্ত্রক। লিখিত উত্তরে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষান রেড্ডি জানান, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে মোট ৩৮টি খনিজ অনুসন্ধান প্রকল্প পরিচালনা করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের মোট ৯টি জায়গায় সোনার খনি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আর এই ৩৮টি প্রকল্পের মধ্যে ৭টি সাধারণ অনুসন্ধান বা G3 পর্যায়ের এবং ৩১টি প্রাথমিক অনুসন্ধান বা G4 পর্যায়ের।

৯টি এলাকায় সোনার খনি থাকতে পারে

কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীন ন্যাশনাল মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট-এর অর্থায়নে গত পাঁচ বছরে রাজ্যে আরও চারটি খনিজ অনুসন্ধান প্রকল্প অনুমোদন করা হয়েছে। যার মধ্যে একটি সাধারণ পর্যায়ের এবং তিনটি প্রাথমিক পর্যায়ের প্রকল্প। এছাড়াও রাজ্যে সোনার ভাণ্ডার সম্পর্কিত তথ্য তুলে ধরেছিলেন তিনি। কেন্দ্রীয় খনি মন্ত্রকের তথ্য অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দার্জিলিং, কালিম্পং ও পশ্চিম মেদিনীপুর সহ মোট ৯টি এলাকায় সোনার খনি থাকতে পারে। অনুসন্ধানে যে খনিজগুলির সন্ধান মিলেছে, তার মধ্যে রয়েছে সোনা, তামা, সিসা, দস্তা, টাংস্টেন, টিন, ম্যাঙ্গানিজ, গ্রাফাইট, ক্রোমিয়াম, নিকেল, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, কয়লা এবং রেয়ার আর্থ এলিমেন্টস।

বিরাট ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের শিল্পমহলে

কেন্দ্রীয় খনি মন্ত্রক জানিয়েছেন যে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বিশেষভাবে সোনা, REE ও গ্রাফাইটের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। বাঁকুড়া জেলার হংসাডুগরি এলাকায় খনিজের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি বলেই মনে করা হচ্ছে। যদিও এখানেও এখনও খনি খোঁড়ার কাজ চূড়ান্ত হয়নি, তবে সম্ভাবনা যে রয়েছে তা স্পষ্ট করে বলা হয়েছে মন্ত্রকের উত্তরে। রাজ্যে ধাপে ধাপে সমীক্ষা চালিয়ে দেখা হচ্ছে কোথায় কতটা গভীরে এবং কী পরিমাণে সোনার অস্তিত্ব থাকতে পারে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উন্নত স্তরের অনুসন্ধানে যাওয়ার কথাও বিবেচনা করা হবে। এদিকে এই তথ্য প্রকাশের পর রাজ্যে খনিজ সম্পদ, ভবিষ্যৎ শিল্পায়ন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শিল্পমহলে।

আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে দুঃসংবাদ! মধ্যবিত্তদের পকেটে ফের বাড়ল চাপ

কেন্দ্রের এই তথ্য প্রকাশ্যে আসার পরেই একটি ফেসবুক পোস্টে নিজের জন্মভূমি বাঁকুড়াকে নিয়ে গর্বের পোস্ট করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি লিখেছেন, “আমার জন্মভূমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ছোট্ট গ্রাম দুর্লভপুর। শুধু বড় নেতা হলেও হয় না নিজের ব্লকে, নিজের গ্রামে কি আছে সেটাও সার্ভে করে জেনে নিতে হয়। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে আমাদের এই দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাবতেই অবাক লাগে !! যে গ্রামে আমার শৈশব, স্মৃতি আর শিকড় – সেই গ্রাম আজ দেশের মানচিত্রে সম্ভাবনার নতুন আলো হয়ে উঠছে।ছোট্ট, শান্ত, মাটির গন্ধমাখা এই দুর্লভপুর আজ প্রমাণ করে দিল – গ্রামের পরিচয় শুধু সাধারণতায় সীমাবদ্ধ নয়, এখানেও লুকিয়ে থাকে অমূল্য সম্পদ, অপার সম্ভাবনা ও গৌরবের ইতিহাস।”

1 thought on “বাংলা জুড়ে সোনার খনি, বদলে যাবে ভারতের চিত্র! কোথায় কোথায় মিলল হলুদ ধাতুর সন্ধান?”

Leave a Comment