বাংলা থেকে বিদায় নিতে চলেছে শীত! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: কনকনানি শীতের হাত থেকে এবার রক্ষা পেতে চলেছে দক্ষিণ বঙ্গবাসী (South Bengal)। কারণ রবিবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাবে। সোমবার থেকেই গোটা পশ্চিমবঙ্গে বাড়বে তাপমাত্রা। চলতি মরশুমে টানা অনেকদিন কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে ছিল, যা ১৮ বছরের রেকর্ড ভেঙেছে। তবে এবার শীত বিদায়ের পালা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে। যদিও এটাই শীতের শেষ ইনিংস। তবে এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না মাঘের শীত। আপতত রবিবার পর্যন্ত কলকাতাবাসী শীতের শেষভাগ উপভোগ করবে বেশ ভালো ভাবেই। থাকবে উত্তুরে হাওয়ার দাপট। সোমবার থেকেই গোটা পশ্চিমবঙ্গে বাড়বে তাপমাত্রা। আবার আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর ভোর এবং রাতে হালকা শীতের দাপট থাকলেও, পরের দিন অর্থাৎ ২৪ জানুয়ারির পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পুরোপুরি ভাবে রাজ্য থেকে বিদায় নেবে শীত।

আগামীকালও কুয়াশার দাপট বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। রবিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। নদিয়া,মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় থাকবে কুয়াশা, তবে বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

আরও পড়ুন: মাত্র ১ টাকায় মিলবে ফ্লাইটের টিকিট, দারুণ অফার আনল IndiGo

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। অন্যদিকে কুয়াশার দাপটও বেশ বজায় থাকবে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোচবিহার ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের চার জেলায় দৃশ্যমানতা কমতে পারে ৫০ মিটারের নীচে।

Leave a Comment