সহেলি মিত্র, কলকাতাঃ ‘বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন?’ মুম্বাইয়ে এক সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে এক সাংবাদিককে প্রশ্ন করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ঘটনার পর টলিউডের বুম্বাদাকে ঘিরে রীতিমতো বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। তবে অবশেষে এবার নিজে আসরে নামলেন অভিনেতা। আজ বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যমে বিশাল এক বার্তা দিলেন অভিনেতা। চলুন জেনে নেবেন।
বিতর্কের মাঝে মুখ খুললেন প্রসেনজিৎ
৬২ বছর বয়সী অভিনেতা ফেসবুকে লেখেন, ‘কিছুদিন হল আমার একটা কথা, বলা ভালো একটা সেনটেন্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলার কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে।সেরকমই একটি হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে ১লা জুলাই বম্বের জুহু পিভি আর-এ সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা, সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেকটা বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন?’
অভিনেতার দাবি,’যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেনটেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা-কথার উদ্দেশ্যটা বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলার আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এটুকু বুঝেছি আমার বলা কথায়ে আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। ঘটনা সম্পর্কে যেটুকু তথ্য বা আমার তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম।’
আরও পড়ুনঃ টেস্ট শুরুর আগেই লর্ডসে টিম ইন্ডিয়ায় যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা, ঘনাচ্ছে রহস্য!
ফের বলিউডে বুম্বাদা
আসন্ন হিন্দি ছবি মালিকের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে , যেখানে রাজকুমার রাও উপস্থিত ছিলেন, একজন সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল, মালিক ছবিতে প্রসেনজিতের পুলিশ চরিত্রটি তার পূর্ববর্তী বাংলা সিনেমার ভূমিকা থেকে কতটা আলাদা। সাংবাদিক আরও জিজ্ঞাসা করেছিলেন যে প্রাক্তন ক্রিকেটারের জীবনের উপর ভিত্তি করে আসন্ন বায়োপিকে রাজকুমার সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করার বিষয়ে তার অনুভূতি কেমন। এরপর প্রসেনজিৎ তার দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করলেন, ‘বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন?’ এরপর এই নিয়েই শুরু হয় যত বিতর্ক। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বাংলায় কথা বলতে অস্বীকৃতি জানানোর জন্য অভিনেতাকে ট্রোল করতে শুরু করে।