প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা ভাষা নিয়ে নাক সিঁটকালেন বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! আর সেই কারণেই এবার বাংলা পক্ষের নজরে তিনি। বাংলা সিনেমায় মহানায়ক উত্তমকুমারের পর একপ্রকার তাঁর হাত ধরেই গোটা ইন্ডাস্ট্রি যেন বেঁচে থাকার তাগিদ পেয়েছে। একের পর এক চমকপ্রদ বাংলা সিনেমা করে বাঙালির বুকে এখনও তার নাম যেন উজ্জ্বল হয়ে রয়েছে। অথচ সেই বাংলা ভাষা নিয়েই এবার তীব্র কটাক্ষের মুখে পড়তে হল বুম্বাদা কে।
ঘটনাটি কী?
ঘটনা সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে মুম্বইয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘মালিক’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন। পাশে ছিলেন বাংলার ‘জামাই’ অভিনেতা রাজকুমার রাও, ছবির পরিচালক পুলকিত ও অন্যান্য কুশলীরা। সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দিচ্ছিলেন তাঁরা।
সেই সময় এক বাঙালি সাংবাদিক প্রসেনজিৎ-এর উদ্দেশে দু’টি প্রশ্ন একেবারে ঝরঝরে বাংলায় জিজ্ঞাসা করেন। আর তখনই প্রশ্নের মাঝে প্রসেনজিৎ পালটা জানতে চান, ‘বাংলায় প্রশ্ন করার দরকার কী?’ আর তাতেই শুরু হয়েছে বিতর্ক।
চিঠিতে কটাক্ষ বাংলা পক্ষের
হিন্দি ছবির ট্রেলার লঞ্চে গিয়ে বাংলা ভাষা নিয়ে এমন মন্তব্য করায় রীতিমত বাঙালির আঁতে ঘা লেগেছে সকলের। আর এদিকে মাতৃভাষা বাংলাকে অপমান করায় স্বাভাবিক ভাবেই চটে গিয়েছেন বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায়ও। তাই এবার সাতপাঁচ না ভেবে সরাসরি প্রিয় বুম্বাদার উদ্দেশে লিখে ফেলেছেন একখান খোলা চিঠি।
সেই চিঠিতে তিনি জানান যে, “সম্প্রতি আপনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যেখানে হিন্দি ছবির প্রচারে আপনি কলকাতায় একজন বাঙালি সাংবাদিককে বাংলা ভাষায় প্রশ্ন করতে নিষেধ করছেন। এটি শুধু বেদনাদায়ক নয়, বরং অপমানজনক বাঙালি সংস্কৃতির প্রতি।”
দক্ষিণই তারকার প্রশংসা বাংলা পক্ষের!
এছাড়াও সেই চিঠিতে গর্গ চট্টোপাধ্যায় আরও বলেন যে, “আপনি তো এই বাংলার মাটি থেকেই বিনোদন জগতে পা রেখেছেন। বাংলা সিনেমার মাধ্যমেই আপনি “প্রসেনজিৎ চট্টোপাধ্যায়” হয়েছেন — আমাদের বুম্বা দা, আমাদের মহানায়ক। অথচ সেই আপনিই কীভাবে বাংলা ভাষাকে আড়ালে ঠেলে দিতে পারেন? কেন আপনি বাংলা ভাষায় প্রশ্ন করতে বারণ করবেন? আপনি কি হিন্দির মুখাপেক্ষী হয়ে গেলেন?”
এছাড়াও সেই চিঠিতে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা কামাল হাসান, বিজয়, রজনীকান্ত বা জুনিয়র এনটিআর এর প্রসঙ্গ তুলে বলেন যে তাঁরা কখনই নিজের মাতৃভাষা নিয়ে অপমানজনক কোনো কথা বলেননি।
আরও পড়ুন: দুয়ারে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া
ক্ষমা চাওয়ার পরামর্শ বাংলা পক্ষের
এদিন সেই চিঠিতে বাংলা পক্ষের সম্পাদক আরও বলেন যে, “আমরা বিশ্বাস করি, আপনি হৃদয়ে এখনও বাঙালিই। তাই এই আচরণের জন্য বাংলার মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন — এবং ভবিষ্যতে বাংলা ভাষা, বাংলা সিনেমা ও বাঙালি সংস্কৃতির পক্ষে আরও গর্বিত, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা নেবেন। নিজের মা, মাতৃভূমি, মাতৃভাষাকে অবহেলা করে কখনও কেউ সত্যিকারের ‘মহানায়ক’ হতে পারে না। আমরা আশা করি, আপনি এই সত্যকে হৃদয়ে ধারণ করবেন।”