সৌভিক মুখার্জী, কলকাতা: পথ কুকুরদের নিয়ে বিতর্ক নতুন কোনো ঘটনা নয়। সুপ্রিম কোর্ট পর্যন্ত সম্প্রতি বড়সড় রায়ের পথে হেঁটেছে। তবে সম্প্রতি আহমেদাবাদের এক ঘটনা সেই আগুনে আরো ঘি ঢালল।
এক ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, এক যুবক নিজের মোটর সাইকেলের পিছনে একটি কুকুরকে বেঁধে রাস্তায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর কুকুরটি ছটফট করতে করতে শেষ পর্যন্ত মৃত্যু হয়। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছে পশুপ্রেমীরা।
ভাইরাল ভিডিও
আহমদাবাদের রেলওয়ে ক্রসিং এলাকার ওই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পশুপ্রেমীরা একেবারে নড়েচড়ে বসেছে। স্থানীয় পশুপ্রেমী সংগঠনের সদস্য উর্বিশ প্যাটেল জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে যান। তবে কুকুরটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে থানাতে অভিযোগ দায়ের করা হয়।
अहमदाबाद में एक शख्स ने कुत्ते के साथ ऐसा सलूक किया की मानवता भी शर्मा जाए. pic.twitter.com/YPaQxtIFwH
— Hemraj Singh Chauhan (@JournoHemraj) August 24, 2025
এদিকে চান্দলোদিয়া এলাকার এই ঘটনায় পুলিশ খুব দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং অভিযুক্ত রমেশ প্যাটেলকে গ্রেফতার করা হয়। আহমেদাবাদের সোলা থানার এক আধিকারিক জানিয়েছে, কুকুরটিকে নাকি সে আগেই হত্যা করেছিল। তারপর রাস্তায় ওভাবে টেনে নিয়ে যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা দাবি করছে, কুকুরটি দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ঘুরে বেড়াত। তাদের কথায়, কুকুরটি শান্তই ছিল। তবে কয়েক সপ্তাহ আগে একটি শিশুকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে পুলিশ খতিয়ে দেখছে যে সেই ঘটনার সঙ্গে এই নির্যাতনের কোনো যোগ রয়েছে কিনা।
আরও পড়ুনঃ iPhone ইউজারদের জন্য সিকিউরিটি অ্যালার্ট! এখনই ইনস্টল না করলে পড়বেন বিপদে
বর্তমানে ওই ভিডিও প্রকাশ্যে আসার পর নেট নাগরিকরা ক্ষোভ উগরে দিয়েছে। বহু মানুষ ওই অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি পশুপ্রেমী সংগঠনগুলির তরফ থেকে এরকম নৃশংসতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।