বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, ঘটনাস্থলে পৌঁছল দমকল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইএম বাইপাসের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরের বিলাসবহুল হোটেল JW ম্যারিওটের ঠিক পেছনে প্লাস্টিকের গুদামে আচমকা আগুন লেগে যাওয়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। ঘটনায় ভস্মিভূত একাধিক ঝুপড়ি।

আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা স্থানীয়দের

আচমকা প্লাস্টিকের কারখানায় আগুন লেগে যাওয়ায় তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলেও। আগুনের লেলিহান শিখায় প্রায় ঝলসে যায় স্থানীয় ঝুপড়িগুলি। এদিকে ঘটনার 10 মিনিটেরও বেশি সময় কেটে যাওয়ায় দমকল ঘটনাস্থলে না পৌঁছানয়, স্থানীয় বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তবে প্লাস্টিকের গোডাউনের ওই অগ্নিশিখা বিরাট আকার ধারণ করায় তা নেভানো কার্যত অসম্ভব ছিল। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে দমকল আসার আগে পর্যন্ত স্থানীয়রাই হাতে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছিলেন।

অবশ্যই পড়ুন: মাত্র ১৫ বছরেই কঙ্কালসার চেহারা! ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন

কীভাবে লাগলো আগুন?

জানা যায় ইএম বাইপাসের পার্শ্ববর্তী কারখানায় বিপুল পরিমাণ প্লাস্টিকের দাহ্য পদার্থ মজুদ ছিল। স্থানীয় সূত্রে খবর, মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায় প্লাস্টিক গুলিতে। আর এরপরই দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা এলাকা ছেয়ে যায়, কালো ধোয়ায়।

এদিকে আগুনের লেলিহান শিখা গুদাম থেকে ক্রমশ বিস্তার বাড়াতে শুরু করে। ধীরে ধীরে আগুন লেগে যায় স্থানীয় বাসিন্দাদের ঝুপড়িতেও। যার জেরে একপ্রকার অসহায় হয়েই রাস্তায় দাঁড়াতে হয় বাসিন্দাদের। তবে সেই অসহায়ত্বের মধ্যেও দীর্ঘক্ষণ জল ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

Leave a Comment