বাজেট ১৩,১৫৬ কোটি! ১ কোটি মানুষকে পরিষেবা, স্বাস্থ্যস্বাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার

Swasthya Sathi

সহেলি মিত্র, কলকাতা: বছরের পর বছর ধরে বহু প্রকল্প চালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। যার মধ্যে অন্যতম হল এই ‘স্বাস্থ্যসাথী’ (Swasthya Sathi)। এই স্কিমের জেরে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় এক নয়া আলোড়ন তৈরী করেছে বলে ধারণা অনেকের। বহু মানুষ এমন রয়েছেন যারা কিনা এই স্কিমের কারণে উন্নত চিকিৎসা পরিষেবা পেয়েছেন, যাইহোক, সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের প্রধান স্বাস্থ্য সহায়তা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’ একটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। ৩১ অক্টোবর, ২০২৫ সাল পর্যন্ত এই প্রকল্পের আওতায় এক কোটি মানুষ হাসপাতালে ভর্তির সুবিধা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে এই প্রকল্পের আওতায় বাসিন্দারা ১৩,১৫৬ কোটি টাকার নগদহীন চিকিৎসা পেয়েছেন। এই টাকা সম্পূর্ণরূপে রাজ্য বাজেট থেকে অর্থায়ন করা হয়।

মুখ্যমন্ত্রী ‘এক্স’-এ পোস্ট করে লেখেন, “পশ্চিমবঙ্গ সরকারের সর্ব-সমেত, অনন্য স্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’ ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত এক কোটি হাসপাতালে ভর্তির সুবিধা অর্জনের মাইলফলক অর্জন করেছে, যা রাজ্য বাজেট থেকে পশ্চিমবঙ্গের নাগরিকদের ১৩,১৫৬ কোটি টাকার নগদহীন স্বাস্থ্য সুবিধা প্রদান করে।” এই উদ্যোগের অন্তর্ভুক্তি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের যে কোনও বাসিন্দা যিনি অন্য কোনও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করেন না, তিনি স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তিনি ‘স্বাস্থ্য সাথী’র সুবিধা গ্রহণের যোগ্য।

মিলছে ক্যাশলেস সুবিধা

তিনি বলেন যে বর্তমানে এই কর্মসূচি ৮.৫ কোটিরও বেশি বাসিন্দাকে কভার করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, সুবিধাবঞ্চিতদের জন্য “জীবনরেখা”। ২০২৪ সালে ৬,০০০ এরও বেশি রোগীর বিনামূল্যে গুরুতর অস্ত্রোপচার করা হয়েছে। মমতা জানান যে স্বাস্থ্যসাথী কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক।

Leave a Comment