বাড়ছে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে কমবে শীত? আজকের আবহাওয়া

Weather Today Winter

সহেলি মিত্র, কলকাতা: কয়েকদিন বেশ জাঁকিয়ে শীত পড়ছিল বাংলায়, তবে হঠাৎই যেন ঘটলো ছন্দপতন। রবিবার থেকে ফের একবার বাড়তে শুরু করেছে বাংলা তাপমাত্রা। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনও ঊর্ধ্বমুখী রয়েছে পারদ। তাহলে কি ডিসেম্বর মাসে মাঝে মাঝে সময় থেকেই বাংলা থেকে পাত্তারি গোটাল শীত? এ বিষয়ে মুখ খুলতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর। আসলে নতুন করে দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যে কারণে বাংলার তাপমাত্রা সামান্য হলেও উর্ধ্বমুখী রয়েছে। তবে এই ঝঞ্ঝা ক্ষণস্থায়ী বলে সূত্রের খবর। দুর্যোগ কাটলেই নতুন করে কনকনে শীত পড়বে বাংলায়। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় আজ তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি মধ্যে ঘোরাঘুরি করবে। তবে বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি কলকাতা শহরের তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকাল বিকেল থাকবে কুয়াশার দাপট।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ঠান্ডা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পঙ এবং মালদা জেলাতে।

কবে থেকে আরও জাঁকিয়ে শীত বাড়বে?

আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। উত্তুরে হাওয়ার দাপটে শীতের শিরশিরানি থাকবে। গত বেশ কয়েক দিন ধরে কলকাতায় পারদ ১৫ ডিগ্রিতে নেমেছে। এর সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে প্রবল শীত অনুভূত হচ্ছে। আগামী দিনে এই পারদ আরও নামবে বলে খবর। অপরদিকে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যেতে পারে।  উত্তরবঙ্গে কুয়াশা বেশি হতে পারে।

Leave a Comment