বাড়ছে না EMI, লোনের উপর সুদের হার, রেপো রেট নিয়ে জানিয়ে দিল RBI

RBI MPC Meeting

সৌভিক মুখার্জী, কলকাতা: স্বস্তির খবর। ইএমআই নিয়ে আর নিতে হবে না বাড়তি চাপ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাদের মনিটরি পলিসি কমিটির বৈঠকের (RBI MPC Meeting) পর জানিয়ে দিল, রেপো রেটে কোনওরকম পরিবর্তন হচ্ছে না। ফলত ঋণে সুদের হার যেমন আছে, ঠিক তেমনই থাকবে। অর্থাৎ, হোম লোন বা কার লোনের ইএমআই বাড়বে না।

প্রসঙ্গত, তিন দিনের বৈঠকের শেষে আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্তের পথে হাঁটলেন। আগের বৈঠকেও সুদের হারে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। একইসঙ্গে মুদ্রানীতির অবস্থানকে নিউট্রাল রাখা হচ্ছে।

কেন অপরিবর্তিত থাকছে রেপো রেট?

গভর্নর সঞ্জয় মালহোত্র জানিয়েছেন, দেশে মূল্যবৃদ্ধির ছবি আগের তুলনায় অনেকটাই অনুকূলে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম অনেকটাই কমেছে। আর এর ফলে গড় খুচরো মূল্যস্ফীতির পূর্বাভাস আগের ৩.১% থেকে কমিয়ে ২.৬%-এ নিয়ে আসা হয়েছে। এদিকে গত কয়েক মাসে রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া কিছু পদক্ষেপের প্রভাব এখনও চলমান। কিন্তু বিশ্ববাজারের অস্থিরতা আর শুল্ক সমস্যা আগামী দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দিকে কিছুটা মন্থর করতে পারে। তাই আপাতত কোনওরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

জিডিপি বৃদ্ধির পূর্বাভাস

এদিকে শুধুমাত্র মূল্যস্ফীতি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির ছবিও খানিকটা বদলেছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৫% থেকে বেড়ে ৬.৮% হবে। এমনকি রিজার্ভ ব্যাঙ্ক এও জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি হবে ৭.০%, যেখানে আগে ছিল ৬.৭%। তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি হবে ৬.৪%, যেখানে আগে ছিল ৬.৬%। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি হবে ৬.২%, যেখানে আগে ছিল ৬.৩%। এছাড়া ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম্র ত্রৈমাসিকে জিডিপি হবে ৬.৪%, যেখানে আগে ছিল ৬.৬%।

আরও পড়ুনঃ আগামী সপ্তাহ থেকেই কমছে টোল ট্যাক্স, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার

কমবে মূল্যস্ফীতি

সর্বশেষ পাওয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে গড় খুচরো মূল্যস্ফীতি ২.৬%-এ নেমে আসবে। আর এর কারণ খাদ্যদ্রব্যের দাম তলানিতে ঠেকা। মূলত ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মূল্যস্ফীতি দাঁড়াবে ১.৮%। তৃতীয় ত্রৈমাসিকে মূল্যস্ফীতি দাঁড়াবে ১.৮%। তবে চতুর্থ ত্রৈমাসিকে তা চলে যাবে ৪.০%-এ এবং ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দাঁড়াবে ৪.৫%।

Leave a Comment