বাড়তি ওজন নিয়ে নো টেনশন! নিমিষেই ঝরবে মেদ, ওষুধ এল ভারতে, কত খরচ?

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইসময়ে দাঁড়িয়ে প্রতিদিনের ব্যস্ততার মাঝে শরীরের যত্ন নেওয়া এখন বিলাসিতা হয়ে উঠেছে। সঠিক সময় খাওয়া দাওয়া না করার ফলে নানা রকম রোগের প্রাদূর্ভাব ঘটছে শরীরে। শুধু কি তাই, তার পাশাপাশি শরীরচর্চা না করার ফলে বাড়তি হচ্ছে ওজন। আর এই আবহে সকলের চিন্তা দূর করতে ভারতে এল এক ম্যাজিকাল ওষুধ। যা খেলে নিমেষেই ওজন কমবে।

ওজন নিয়ন্ত্রণে ব্যাপক পরিবর্তন

বেশ কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়া, খবরের পাতায় এবং বিশ্ব বাজারে জনপ্রিয়তা লাভ করেছে ওয়েগোভি (Weight Loss Drug)। স্কটল্যান্ডের এক ফার্মাসিউটিক্যাল সংস্থা নভো নরডিস্ক-ই হল এই ওষুধের আবিষ্কার করেছে। যার মধ্যে রয়েছে সেমাগ্লুটাইড। এটি একদিকে যেমন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিক তেমনই ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও জনপ্রিয়।

অ্যান্টি-ডায়াবিটিক ও অ্যান্টি-ওবিজ মেডিসিন হিসেবে নামডাক রয়েছে এই মেডিসিনের। এছাড়াও এটি হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি কমানোর কাজও করে থাকে। এবার এই ওষুধই আসতে চলেছে ভারতীয় বাজারে।

থাকবে ৫টি আলাদা আলাদা ডোসেজ

বিশেষ সূত্রে জানা গিয়েছে ওয়েগোভি খেলে এটি ব্রেনে থাকা GLP-1 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন মনে হয় পেট ভর্তি আছে, আর এভাবেই শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। সূত্রের খবর, মোট ৫টি আলাদা আলাদা ডোসেজের সঙ্গে এটি ভারতের বাজারে আসতে চলেছে।

ইঞ্জেকশন পেন দিয়ে এই ওষুধ প্রয়োগ করা যাবে নির্দিষ্ট ব্যক্তিকে। ওয়েগোভি ওষুধ সপ্তাহে মাত্র একবারই ব্যবহার করা যাবে। ০.২৫ মিলিগ্রাম, ০.৫ মিলিগ্রাম, ১ মিলিগ্রাম, ১.৭ মিলিগ্রাম এবং ২.৪ মিলিগ্রাম এই পাঁচটি ডোজে পাওয়া যাবে এই ওষুধ। তবে এর দাম আকাশছোঁয়া।

ওষুধের মূল্য আকাশছোঁয়া!

সূত্রের খবর, ওয়েগোভি ওষুধের দাম প্রতি পেন পিছু শুরু হচ্ছে ১৭,৩৪৫ টাকা থেকে, তবে এটি পাঁচটি ডোজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র ০.২৫, ০.৫ ও ১ মিলিগ্রামের ডোজের জন্য বরাদ্দ থাকবে। অন্যদিকে বাকি দুটি ডোজের মধ্যে ১.৭ মিলিগ্রামের দাম পড়বে ২৪,২৮০ টাকা এবং ২.৪ মিলিগ্রামের দাম পড়বে ২৬,০১৫ টাকা।

আগে ভারতীয় বাজারে যখন সেমাগ্লুটাইড পাওয়া যেত না, তখন বহু মানুষ বিদেশ থেকে এই ওষুধ আমদানি করত। তবে এইমুহুর্তে দেশে এই ওষুধ পাওয়া গেলেও তা সম্পূর্ণ মধ্যনিম্নবিত্তদের নাগালের বাইরে।

আরও পড়ুন: মাঝপথে বন্ধ করে দিয়েছেন LIC-র প্রিমিয়াম! চিন্তা নেই, উল্টে করবেন লাভ

তবে সংস্থা সূত্রে জানা গিয়েছে ভারতে ওবেসিটি যেভাবে মহামারির রূপ নিচ্ছে সেক্ষেত্রে এই ওয়েগোভি ওষুধটি ভারতে এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে আলোড়ন ফেলে দিতে পারে। এমনকি এও দাবি করা হচ্ছে যে সঠিক ডায়েট ও শরীরচর্চার সঙ্গে উইগোভি ওষুধটি নেওয়া যায় আর, তাতে উল্লেখযোগ্য ফল পাওয়া যেতে পারে খুব সহজেই। অর্থাৎ এই ওষুধ অতিরিক্ত স্থূলতায় ভোগা লক্ষ লক্ষ ভারতীয়দের জীবনে আশার আলো বয়ে নিতে আসতে পারে।

Leave a Comment